Viral Dog: অভিনব `কার পার্কিং সেন্সর’, ভাইরাল এই ভিডিও দেখলে চমকে উঠবেন

নিউজ ডেস্ক: সোশ্যাল মিডিয়া। নিত্যদিন কতকিছুই না দেখা যায় এখানে। ভাইরালও হয়ে যায় নিমেষে। কখনও তা মানুষকে আনন্দ দেয়, আবার কখনও আঘাত। কখনো আবার ভাবতে করে বাধ্য। সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, যে একটি কুকুর কী সুন্দর তার মালিককে সাহায্য করছে গাড়িটি পার্ক করতে।

Vala Afshar- নামের এক ব্যক্তির টুইটার অ্যাকাউন্ট থেকে ভিডিওটি ভাইরাল হয়। সেই ভিডিওতে দেখা যায় যে কুকুরটি (গোল্ডেন রিট্রিভার) গাড়ির পিছনে দু পায়ে ভর করে দাঁড়িয়ে গাড়ি পার্কিং করতে সাহায্য করছে তার মালিককে। মজার বিষয় হল কোনো গাড়িতে ‘কার পার্কিং সেন্সর’- যে ভাবে কাজ করে কুকুরটি ঠিক সেইভাবেই সাহায্য করছে তার মালিককে। ভিডিওটির সঙ্গে ক্যাপশনে লেখা হয় যে ‘এমন এক কার ব্যাকআপ এসিস্ট সলিউশন যা আপনিও ভালোবাসবেন।’ অর্থাৎ গাড়ি পার্ক করার জন্য কুকুরটি আপনার এমন এক সহকারী জেক আপনি ভালোবাসতে বাধ্য।

ভিডিওতে দেখা যাচ্ছে, কুকুরটি তার মালিককে সামনের দুটি পা তুলে ইশারা করে বোঝাচ্ছে, গাড়ি কখন এবং কতটা পিছনে আনতে হবে। যাতে গাড়িটি সুরক্ষিত থাকে। গাড়িটি পিছনের দিকে পার্কিং বর্ডার ছোঁয়া মাত্রই কুকুরটি ঘেউঘেউ করে তার মালিককে সতর্ক করে।ঠিক যেমনটা সেন্সর অ্যালার্ম বাজিয়ে জানায়। কুকুরের ঘেউ-ঘেউ করার সঙ্গে সঙ্গে গাড়ির মালিক গাড়ি থামিয়ে দেয়।

আরও পড়ুন: মরসুমের প্রথম তুষারপাত, সাদা বরফের চাদরে মোড়া গোটা শহর, দেখুন

ইতিমধ্যেই ভিডিওটি ব্যাপকভাবে শেয়ার করা হয়েছে। এখনও পর্যন্ত ৩৪০-র বেশি লোক ভিডিওটি রিট্যুইট করেছেন Twitter-এ। পোষ্টিটি ৩ হাজারেরও বেশি লাইক করা হয়েছে। অন্যদিকে নেটিজেনেরাও ভিডিওটি দেখে বিস্মিত হয়েছেন এবং সোশ্যাল মিডিয়ায় ওই ভাইরাল ভিডিওর পোস্টে নানা ধরণের মন্তব্য করেছেন।

About Unlive

Check Also

ranji trophy

Ranji Trophy: রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র! ইশান পোড়েলের দুরন্ত বোলিং নিল ৬ উইকেট

ইউ এন লাইভ নিউজ: প্রত‍্যাশিত ভাবেই রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র হয়ে গেল। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *