Online Liquor

Online Liquor Shopping: লাইনে দাঁড়িয়ে থাকার সমস্যার নিষ্পত্তি, বাড়িতে বসেই মিলবে লিকার শপিং-এর সুযোগ

ইউ এন লাইভ নিউজ: এবার শুধু পশ্চিমবঙ্গ আর ওড়িশা নয় সারা ভারতে শুরু হতে চলেছে এক বিশেষ পরিষেবা। একটি ক্লিকেই বাড়িতে পৌঁছে যাবে পানীয়। জোম্যাটো, সুইগি, বিগ বাস্কেটের মত অনলাইন ডেলিভারি সংস্থা গুলি এবার বাড়িতে দিয়ে যাবে হার্ড ড্রিঙ্কসও। ওয়াইন থেকে বিয়ার, প্রায় সমস্ত ধরনের পানীয়-ই এবার সুইগি, জ্যোমাটো, বিগ বাস্কেটের মাধ্যমে পৌঁছে যাবে দরজায়। এতদিন পর্যন্ত ওড়িশা এবং পশ্চিমবঙ্গে অনলাইন ডেলিভারি সংস্থাগুলি পানীয় পৌঁছে দিত।

এবার দিল্লি, কর্ণাটক, হরিয়ানা, পাঞ্জাব, তামিলনাড়ু, গোয়া, কেরলের মত রাজ্যগুলিতেও অনলাইনে মদের ডেলিভারি পেয়ে যাবেন বলে জানা গিয়েছে। দেশের বড় শহরগুলিতে যাতে অনলাইনের মাধ্যমে মদের ডেলিভারি প্রত্যেকে পেয়ে যান, সেই ব্যবস্থা করা হচ্ছে বলে রিপোর্টে প্রকাশ করা হয়েছে। অনলাইন ডেলিভারি সংস্থাগুলি ইতিমধ্যেই এ বিষয়ে পাইলট প্রজেক্ট শুরু করেছে। খুব শীঘ্রই তা দেশের একাধিক বড় শহরে পুরোদমে চালু করা হতে পারে বলে খবর।

লিকার শপের বাইরে লাইনে দাঁড়িয়ে থাকার সমস্যা খুব সহজেই মিটবে এবার। এখন আর খুব একটা বাজারে যাওয়ারও দরকার পরবে না, ঘরে বসেই পাওয়া যাবে লিকার শপিং-এর সুবিধা। একাধিক রাজ্য চিন্তা-ভাবনা করছে অনলাইন মদ বিক্রিতে সায় দেওয়ার। নয়াদিল্লি থেকে শুরু করে পাঞ্জাব, হরিয়ানা, তামিলনাড়ু, গোয়া, কেরলের মতো রাজ্য চাইছে অনলাইনে মদ বিক্রি করতে। বিভিন্ন জনপ্রিয় অনলাইন ফুড ডেলিভারি অ্যাপ যেমন সুইগি, জ্যোমাটো, বিগ বাস্কেটের মাধ্যমেই খাবার বা অন্যান্য জিনিসের মতো মদ বাড়িতে পৌঁছে দেওয়ার ভাবনা নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে বিয়ার, ওয়াইনের মতো পানীয়ের হোম ডেলিভারি হতে পারে।