অনুপস্থিত সরকারি আইনজীবীরা, সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা বিচারপতি রাজশেখর মান্থার

নিউজ ডেস্ক: ‘‘এ ভাবে চলতে পারে না! এটা সরকারের জন্যই ক্ষতি! সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়বে। সমাজের জন্য এটা সুস্থ ব্যবস্থা নয়।’’  কলকাতা হাইকোর্টে এজলাস বয়কটের ঘটনায় এবার মুখ খুললেন বিচারপতি রাজশেখর মান্থা। এর আগে এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছিলেন, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রাজশেখর মান্থা।

বিচারপতি মান্থার এজলাসে সরকারি আইনজীবীদের একাংশের গর হাজিরা প্রসঙ্গে তিনি বলেন, ‘‘এখনও যে ভাবে অনেক মামলায় সরকারি আইনজীবীরা অনুপস্থিত থাকছেন তাতে ক্ষতি হচ্ছে। আইনজীবীর অভাবে পুলিশ অফিসাররা হাজিরা দিয়ে নিজেদের বক্তব্য বলার চেষ্টা করছেন। কিন্তু এ তো চলতে পারে না! এটা প্রশাসনের জন্যই ক্ষতির।’’

৯ জানুয়ারি কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেছিলেন আইনজীবীদের একাংশ। পরে তাঁর এজলাস বয়কট করে বিক্ষোভ দেখান। একাধিক মামলার শুনানি থমকে যায়। এমনকি, হাই কোর্ট চত্বরে আইনজীবীদের দুটি দল হাতাহাতিতে জড়িয়ে পড়েন। বিচারপতি মান্থার এজলাস বয়কটের জন্য পোস্টারও পড়ে। সে দিনের ঘটনা নিয়ে ক্ষোভপ্রকাশ করে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ‘বার কাউন্সিল অব ইন্ডিয়া’। এই ঘটনায় এখনও তৃণমূলী আইনজীবীদের একাংশ এখনও এজলাস বয়কট চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ।

About Somnath Adak

Check Also

ranji trophy

Ranji Trophy: রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র! ইশান পোড়েলের দুরন্ত বোলিং নিল ৬ উইকেট

ইউ এন লাইভ নিউজ: প্রত‍্যাশিত ভাবেই রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র হয়ে গেল। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *