ইউ এন লাইভ নিউজ: আজ দেশজুড়ে ১২টি রাজ্যের ৯৩টি কেন্দ্রে তৃতীয় দফার নির্বাচন সম্পন্ন হল। দেশের অন্যান্য রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, জঙ্গিপুর, মালদহ দক্ষিণ আর মালদহ উত্তর এই চার লোকসভা কেন্দ্রেও আজ ভোটগ্রহণ পর্ব মিটল।
এমনিতে তিনি বিশ্ববরেণ্য গায়ক, দেশে-বিদেশে তাঁর কণ্ঠের জাদুতে মেতে থাকা মানুষের সংখ্যা গণনার বাইরে। কিন্তু তাঁর জীবনযাপন এতটাই ছাপোষা, যা কল্পনা করা যায় না। বোম্বে এবং কলকাতা কাঁপানো এই সঙ্গীতশিল্পী সেখানকার ঝাঁ চকচকে লাইফস্টাইল ছেড়ে বসবাস করেন দেশের বাড়ি মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জে। ভোটের দিনও নিজের অতি-সাধারণ জীবনযাপনের পরিচয় দিলেন অরিজিৎ সিং।
ভোটের দিন সকালে সস্ত্রীক অরিজিৎ স্কুটি করে প্রীতম সিং জি.এস.এফ.পি প্রাথমিক বিদ্যালয়ের ২৬ নম্বর বুথে ভোট দিতে যান। নিজেদের পছন্দের গায়ককে সাধারণ পোশাকে, স্কুটি করে ভোটকেন্দ্রে আসতে দেখে স্বাভাবিকভাবেই খুব উৎসাহী হয়ে ওঠেন সেখানে উপস্থিত ভোটদানকারী, ভোটকর্মী, সিআরপিএফ জওয়ান এবং পুলিশকর্মীরা। ভোট দিয়ে স্ত্রী কোয়েলে রায় সিংয়ের সঙ্গে আবার স্কুটি করেই ফিরে আসেন অরিজিৎ। তবে এই প্রথম নয়, এর আগেও ‘সস্ত্রীক’ অরিজিৎ-কে দেখা গেছে স্কুটিতে চড়ে ভোট দিতে যেতে।
বর্তমানে অরিজিৎ নিজের কেরিয়ারের একেবারে মধ্যগগনে রয়েছেন। ২০১১ সালে ‘মার্ডার ২’ সিনেমার ‘ফির মোহাব্বত’ হোক অথবা ২০১৩ সালের ‘বোঝেনা সে, বোঝেনা’-র টাইটেল ট্র্যাক, বলিউড হোক কিংবা টলিউড, তারপর থেকে কোনওদিন আর পিছনে ফিরে তাকাতে হয় নি তাঁকে। কিন্তু জিয়াগঞ্জের আড্ডা, স্কুটি করে ছেলেকে নিয়ে স্কুলে যাতায়াত করা, বাজার করতে যাওয়া এই সাদামাটা জীবনটাই বরাবর পছন্দ করে আসছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই সঙ্গীতশিল্পী। তাই তো তিনি হয়ে উঠেছেন ভারতবর্ষের একজন ‘প্রকৃত শিল্পী’, যাঁর সাফল্য আকাশছোঁয়া হলেও পা থাকে মাটিতেই।
Leave a Reply