Winter special spinach soup

Soup Recipe: একঘেয়ে পালং শাকের ঘন্ট ছেড়ে এবার চেখে দেখুন ভিন্ন স্বাদের পালং, এই শীতে বাড়িতেই বানিয়ে ফেলুন গরম গরম চিজ়-পালং স্যুপ

ইউ এন লাইভ নিউজ: বাঙালীর বিয়েবাড়ি হোক বা হোক জন্মদিনের অনুষ্ঠান পাঁচটা বাজার সাথে শাক ভাজা তো থাকবেই। তবে পালং শাক দিয়ে কিন্তু হরেকরকম পদ রান্না করা যায়। পালং দিয়ে ডাল, পালং শাকের ঘণ্ট বা পালং পনির তো আছেই এ বার একটু পদ রেঁধে দেখুন। শীত দরজায় কড়া নাড়ছে আর এই সময়ে বাজারে টাটকা পালং পাওয়া যাচ্ছে। একঘেয়ে পালং শাকের তরকারি খেয়ে যদি বাড়ির সকলের অরুচি হয়, তা হলে বানিয়ে ফেলুন পালং শাকের স্যুপ। দেখবেন ছোট থেকে বড় চেটেপুটে খাচ্ছে সকলেই।

পালং শাকে প্রচুর ভিটামিন ‘সি’ এবং বিটা ক্যারোটিন থাকে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে আর চোখ ভাল রাখতে অত্যন্ত কার্যকর এই দু’টি উপাদান।

ক্রিমি পালং স্যুপ কী ভাবে বানাবেন?

উপকরণ

পালং পাতা কুচিয়ে নিন ২ কাপের মতো

জল ১ কাপ

স্প্রিং অনিয়ন ২ চা চামচ

অলিভ অয়েল ১ চা চামচ

অরিগ্যানো আধ চা চামচ

এক কাপ দুধ, চিজ়

নুন ও গোলমরিচ স্বাদমতো

প্রণালী

জল গরম করে তাতে কুচিয়ে রাখা পালং পাতা দিয়ে দিন। সামান্য নুন দিয়ে জল ফুটতে দিন। পালং সিদ্ধ হয়ে এলে তাতে দুধ ঢেলে দিন। আঁচ কমিয়ে ফোটান যাতে মিশ্রণটি ঘন হয়ে আসে। এর পর একটি প্যানে অলিভ অয়েল দিয়ে তাতে অরিগ্যানো ও স্প্রিং অনিয়ন দিয়ে নাড়াচাড়া করুন। তার পর পালং-দুধের মিশ্রণটি ঢেলে দিন। ফুটে গেলে গ্যাস বন্ধ করে উপর থেকে গোলমরিচ ছড়িয়ে পরিবেশন করুন। উপর থেকে চিজ় গ্রেট করে দিতে পারেন। এতে স্বাদ আরও অনেকখানি বেড়ে যাবে।