Sourav Ganguly

Sourav Ganguly: সুপ্রিম কোর্টের শুনানি নিয়ে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়

ইউ এন লাইভ নিউজ: ৯ সেপ্টেম্বর অর্থাৎ সোমবার আরজি কর ঘটনার একমাস পূর্ণ হল। ৯ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি ছিল। অবশেষে সেই শুনানির শেষ হল। আরজি করে নারকীয় হত্যাকাণ্ডের ঘটনার তদন্ত চালিয়ে শীর্ষ আদালতে সিবিআই মুখবন্ধ খামে সোমবার রিপোর্ট জমা দেয়। তবে ফের একবার কেন্দ্রীয় তদন্ত সংস্থার কাছ থেকে স্ট্য়াটাস রিপোর্ট চেয়েছে শীর্ষ আদালত। আগামী ১৭ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।

এমতাবস্থায় একটি ব্র্যান্ড এন্ড্রোসমেন্টে সাংবাদিকদের মুখোমুখি হন সৌরভ গাঙ্গুলি। তাঁকে সুপ্রিম কোর্টের শুনানির সম্পর্কে মোট দিতে বললে তিনি জানান, “আজকের অর্ডার দেখিনি। সুপ্রিম কোর্ট কি অর্ডার দিয়েছে জানিনা। তবে চাইব, নন পলিটিক্যাল মানুষ যে ভাবে নেমেছে এবং যে যৌথ প্রচেষ্টা মেয়েটির জন্য চালিয়েছে, মেয়েটির বিচার হোক। দোষীদের দৃষ্টান্ত বিচার হোক যাতে এই ঘটনার এক দৃষ্টান্তমূলক উদাহরণ তৈরি হবে। বিচার পেতে সময় লাগে। মানুষ যেভাবে মানুষের সঙ্গে থেকেছে তা দেখার মতো।” তিনি আরও বলেন, “এমন উদাহরণ তৈরি করতে হবে যা সারা পৃথিবীতে দৃষ্টান্তমূলক হতে পারে। যা ঘটেছে, তাতে বিচার পেতেই হবে। যে এই কাজটা করেছে তাকে কঠোর থেকে কঠোর শাস্তি দিতে হবে।”