BCCI: কুলিং অফে স্বস্তিতে মহারাজ ! ২০২৫ পর্যন্ত বিসিসিআইয়ের প্রেসিডেন্ট-সচিব পদে বহাল সৌরভ-জয়

স্পোর্টস ডেস্ক: আরও তিন বছরের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিসিআইয়ের প্রেসিডেন্ট পদে বহাল থাকলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। পাশাপাশি, সচিবের পদেও থেকে গেলেন স্বরাষ্ট্র মন্ত্রীর পুত্র জয় শাহ। অর্থাৎ ২০২৫ সাল পর্যন্ত বোর্ডের দায়িত্বে থাকতে পারবেন মহারাজ, এই সিদ্ধান্তে সিলমোহর দিল সুপ্রিম কোর্ট।

বুধবারই সিদ্ধান্ত জানানোর কথা ছিল শীর্ষ আদালতের। মঙ্গলবার দফায় দফায় শুনানি হওয়ার পরে সবটা শুনেছিলেন বিচারপতি ডি-ওয়াই চন্দ্রচূড় ও হিমা কোহলী। তাঁরা জানিয়েছেন, সৌরভ ও জয়ের কুলিং অফ পিরিয়ড বাড়ানো হল। সময়সীমা বাড়িয়ে তিন বছরের বদলে ছয় বছর করা হয়েছে। সেক্ষেত্রে সৌরভের প্রেসিডেন্ট পদে ও জয়ের সচিব পদে থাকার অসুবিধে থাকবে না। বোর্ডের হয়ে আইনজীবী কপিল সিব্বল কুলিং অফ পিরিয়ড বাড়ানোর আর্জি করেছিলেন।

শীর্ষ আদালতের এই রায়ের ফলে স্বভাবতই খুশির হাওয়া ভারতীয় ক্রিকেট বোর্ডে। রাজ্য ক্রিকেট সংস্থাগুলোর টার্ম হয় ৩ বছরের। এই রায়ের ফলে কোনও কর্তা টানা দুটো টার্ম থাকতে পারবেন যে কোনও রাজ্য সংস্থার প্রশাসনিক পদে। তার পর তিনি বোর্ডের প্রশাসনিক পদে পা দিলে টানা ৬ বছর বহাল থাকতে পারবেন। অর্থাৎ, কুলিং-অফের মেয়াদ ৯ বছরের বদলে এখন ১২ বছর হয়ে গেল।

সৌরভ ২০১৫ সালে সিএবি-র প্রেসিডেন্ট হন, চার বছর তিনি দায়িত্বে ছিলেন। সেইবছরই তিনি বোর্ডের দায়িত্ব পান। তাঁর কাছে আরও তিন বছরের সময় থাকছে। যদিও এর মধ্যে আইসিসি-তে চলে যান তা হলে নভেম্বর মাসে প্রেসিডেন্ট হতে পারেন সচিব জয় শাহকে। সেই সম্ভাবনাও রয়েছে।