দীপঙ্কর গুহ:
একটি টুইট। আবার নয়া বিতর্কের জন্ম। নেটজেনরা কড়া সমালোচনাতে বিঁধল প্রাক্তন হয়ে যাওয়া বোর্ড সভাপতি তথা জাতীয় দলের নেতা – ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়কে।
ভারত চরম উত্তেজনায় ভরা এক ম্যাচ জিতে নেয় পাকিস্তানের বিপক্ষে। সৌরভ গঙ্গোপাধ্যায় সেই সাফল্যে একটি টুইট করেন। আর যত বিতর্ক সেই টুইট ঘিরে।
কী ছিল সেই টুইটে?
তিনি দলকে এমন সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন। সেখানে কোহলির নাম লিখে আলাদা একটা লাইন নেই। এটাই নজরে পড়েছে সকলের।
দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে টুইট করে ভারতীয় দলের অমন জয়ের পর, তাতেও উনি বিরাট কোহলির কৃতিত্ব আলাদা করে উল্লেখ করেছেন।
সচিন তেন্ডুলকর। দেশের এক মহান ক্রিকেট তারকার টুইটে কি ছিল?
একটা টুইট করেছিলেন দলের সাফল্যে। সেখানেও শেষ ভাগে ছিল, কোহলি আর হার্দিক স্তুতি। সঙ্গে দু ‘ জনের একটা ছবি।
আর তার ঠিক আগে, আলাদা করে টুইট করেছিলেন বিরাট কোহলিকে ট্যাগ করে। সঙ্গে বিরাটের ব্যাটিংয়ের একটি ছবি।
প্রশ্নটা মাথাচাড়া দিয়েছে, এখানেই। দেশের প্রধানমন্ত্রী কোহলির নাম উল্লেখ করেন। মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর করেন, তিনি সদ্য প্রাক্তন হওয়া বোর্ড সভাপতি আর দেশের সফল প্রাক্তন নেতা – ক্রিকেটার হয়ে ভুলে গেলেন! নাকি এসব টুইট তিনি নিজে করেন না, তাঁর হয়ে অন্য কেউ করে। তিনি নিশ্চয় তা দেখে সবুজ সংকেত দেন।
যদিও কলকাতায় স্থানীয় প্রচার মাধ্যমে বিরাট কোহলিকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন মহারাজ। কিন্তু ভুলে গেলে চলবে না, আজকের দুনিয়ায় সোশ্যাল মিডিয়াতে কিছু সেলেবরা পোস্ট করলে , তা সারা দুনিয়া দেখে।
১৬০ রান তাড়া করতে নেমে শেষ বলে টানটান উত্তেজনার থ্রিলারে জয় ছিনিয়ে নিয়েছে ভারত। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে শেষ বলে হারিয়ে বিশ্বকাপের শুভ সূচনা করেছে টিম ইন্ডিয়া।
কয়েক মাস আগে এশিয়া কাপে হার্দিক পান্ডিয়ার দৌলতে ভারত রান তাড়া করে জিতেছিল পাক ম্যাচ। সেটাই ছিল টি২০’তে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সবথেকে বেশি রান তাড়া করে জেতার নজির। রবিবার সেই কীর্তিকেও টপকে গেছে টিম ইন্ডিয়া। বিরাট কোহলি সেরা ইনিংসের দাপটে ভেসে গেছে পাক বোলাররা।
আর মেন ইন ব্লু-দের রুদ্ধশ্বাস জয়ে আপ্লুত হয়ে সদ্য বিদায়ী বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি ম্যাচের পরেই টুইট করেন, “দুর্ধর্ষ জয়ের জন্য ভারতকে শুভেচ্ছা। দারুণভাবে শুরু হল বিশ্বকাপ।”
এই টুইট পোস্ট হতেই (সৌরভের টুইট) দেখা যায় কোথাও নেই বিরাট কোহলির নাম। ভারতকে অমন শিহরণের জয় দেওয়ার মূল কারিগরএনে – ভিকে। গোটা ক্রিকেট বিশ্ব যেখানে কোহলি-বন্দনায় মেতে, সেখানে সৌরভের টুইটে কোহলির নাম পর্যন্ত উল্লেখ না থাকা কিছুটা হতবাক ক্রিকেট বিশ্ব। শুরু হয়ে যায় তীব্র অসন্তোষ।
এক ক্রিকেট প্রেমী টুইট করেন:
Couldn’t name Kohli for his performance as KING has refuted his claim as BCCI prez that he ‘requested’ Kohli to not step down as T20I skipper. https://t.co/nsleJbvNvt
— Tarique Anwer (@tanwer_m) October 23, 2022
কেরিয়ারের অন্যতম সেরা ইনিংস খেলে কোহলি দিওয়ালির একদিন আগে পাকিস্তান বধ করলেন। সেটা আবার মেলবোর্নে বিশ্বকাপের মত মঞ্চে, প্রথম ম্যাচেই। কোহলির ৫৩ বলে ৮২ এবং হার্দিক পান্ডিয়ার ৩৭ বলে ৪০ রান একপ্রকার হারা ম্যাচই জিতিয়ে দেয় ভারতকে। ম্যাচের একটা সময়ে মনে হয়েছিল ভারত হয়ত পারবে না। তবে কোহলি এবং পান্ডিয়া ব্যাট হাতে এক অবর্ণনীয় তান্ডব চালিয়ে এমসিজিতে মন জিতলেন সকলের।
কিন্তু সৌরভের দিকে ধেয়ে এসেছে নানান টিপ্পনী। এক কোহলিপ্রেমী বিরাটের অ্যাকাউন্ট আই ডি দিয়ে দিয়েছেন!
here’s virat’s twitter ID just incase you didn’t know: @imVkohli https://t.co/AEylA4e706
— m (@Manasa2922x) October 23, 2022
৪ উইকেট হাতে নিয়ে শেষ ওভারে ভারত ম্যাচ জিততেই মেলবোর্ন স্বপ্নের দৃশ্য দেখা গিয়েছে। ৯০ হাজারের গ্যালারিতে ‘চাক দে’ আওয়াজ উঠেছিল। হার না মানা মানসিকতা দিয়ে দলকে জেতানোর পর কোহলির চোখ দিয়ে গড়িয়ে পড়েছিল আনন্দের স্ফটিক বিন্দু।
Leave a Reply