Sourav Ganguly

Sourav Ganguly: ২৩-র বিশ্বকাপে দাদা’র ফেভারিট বাংলাদেশ! `বেঙ্গল-টাইগার’-দের নিয়ে বিপুল প্রত্যাশা সৌরভের

ইউ এন লাইভ স্পোর্টস ডেস্ক: দু’দিন ব্যাপী বাংলাদেশ সফরে গিয়েছিলেন প্রিন্স অফ কলকাতা, সৌরভ গঙ্গোপাধ্যায়। সঙ্গে ছিলেন স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ও। সেখানেই বাংলাদেশের উন্নয়ন, খেলা নিয়ে একাধিক উল্লেখযোগ্য মন্তব্য করেন সৌরভ। এমনকি ‘বাংলাদেশের খেলা দেখি’, এই মন্তব্য করতেও শোনা গিয়েছে তাঁকে। আর কিছুদিন পরেই ভারতে শুরু হতে চলেছে ওয়ান ডে বিশ্বকাপ। আর তার আগেই বাংলাদেশের ‘টাইগার’-দের নিয়ে বিপুল প্রত্যাশা দেখালেন বাংলার মহারাজ।

তিনি বলেন, “ওয়ান ডে বিশ্বকাপে বাংলাদেশ টিমকে নিয়ে অনেক প্রত্যাশা। যদি অল্প ভাগ্য সহায় হয় আর খেলোয়াড়রা ভালো ফর্মে থাকেন। বিশেষত স্পিনার এবং পেসাররা ফর্মে থাকলে কোয়ার্টার ফাইনাল-সেমি ফাইনালেও যেতে পারে বাংলাদেশ।”

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ক্যাপ্টেনের মুখ থেকে এই ধরনের প্রশংসা শুনে স্বাভাবিকভাবেই মনোবল বেড়েছে টাইগারদের। সৌরভের কণ্ঠে বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে ভুরি ভুরি প্রশংসাও শোনা যায়। সাকিবের মতো অলরাউন্ডার থেকে শুরু করে শান্ত, ‘টাইগার’-দের প্রশংসায় পঞ্চমুখ হন তিনি। গত বৃহস্পতিবার তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রর্স কাপের উদ্বোধন করেন। সৌরভ বলেছিলেন, “এই দেশের প্রতি আমার টান রয়েছে। বাংলাদেশ থেকে অসম্ভব ভালোবাসা পাই।”

উল্লেখ্য, বাংলাদেশে গিয়ে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। তাঁর সঙ্গে ছিলেন ডোনা গঙ্গোপাধ্যায়ও। শেখ হাসিনার সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সুসম্পর্ক দীর্ঘদিনের। প্রথম গোলাপী বলে ডে-নাইট টেস্টে ইডেন গার্ডেন্সে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ হাসিনা।

অন্যদিকে, বাংলাদেশে বিপিএল বা বাংলাদেশ প্রিমিয়ার লীগ নিয়েও উল্লেখযোগ্য মন্তব্য করেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে। বিপিএল-এর ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন বাংলাদেশের অন্যতম তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। এই নিয়ে তীব্র বিতর্কও তৈরি হয়েছিল ওপার বাংলায়। বিপিএল নিয়ে সৌরভ বলেন, “এই উদ্যোগ আরও ভালো করা সম্ভব। পাপন ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। যদি তিনি ডাকেন তা হলে আসার বিষয়টি নিয়ে ভাবব।” টি ২০-কে ‘পাওয়ার হিটার ফর্ম্যাট’ বলেও উল্লেখ করেন তিনি।