ICC: আইসিসিতেই আছেন সৌরভ, কীভাবে জানেন?

স্পোর্টস ডেস্ক: ভারতীয় ক্রিকেট বোর্ডে নেই কোনও পদ। সিএবিতেও কোনো পদে নেই তিনি। ক্রিকেট প্রশাসন থেকে দূরে সরে গিয়েও আইসিসিতে রয়ে গেলেন প্রিন্স অফ কলকাতা। কোন পদ? ক্রিকেট কমিটির চেয়ারম্যান। গোটা বিশ্বে ক্রিকেট ছড়িয়ে দিতে এবং ক্রিকেটের প্রসার বাড়াতে যে কমিটির ভূমিকা অনেকটা, সেই কমিটির চেয়ারম্যান সৌরভ গঙ্গোপাধ্যায়। বিশ্বজুড়ে ক্রিকেটের প্রসার ঘটানোর পাশাপাশি ক্রিকেট সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নেয় এই কমিটি।

সৌরভের আগে প্রায় ৯ বছর এই পদে আসীন ছিলেন অনিল কুম্বলে। অনিলের পর ২০২১ সালের নভেম্বরে আইসিসির ক্রিকেট কমিটির চেয়ারম্যান পদে আসেন সৌরভ। সৌরভের সঙ্গে এবার আইসিসির আর্থিক এবং বাণিজ্যিক বিষয়ক কমিটির প্রধান হলেন ভারতের জয় শাহ। আইসিসির চেয়ারম্যান না হতে পারলেও বেশ গুরুত্বপূর্ণ কমিটির দায়িত্বে থাকছেন তিনি। আইসিসির সদস্য দেশগুলি লভ্যাংশের কতটা পাবে, স্পনসরশিপ চুক্তি কী ভাবে পরিচালনা করা হবে সবই ঠিক করবে এই কমিটি।

আরও পড়ুন: জাদেজার স্ত্রীয়ের পর এবার বিজেপিতে ধোনি? অমিত শাহের সঙ্গে ছবি নিয়ে তোলপাড় নেটদুনিয়া

অন্যদিকে, শনিবার আইসিসির চেয়ারম্যান পদে টানা দ্বিতীয় বার নির্বাচিত হলেন অকল্যান্ডের বাণিজ্যিক গ্রেগ বার্কলে। পুনর্নিবাচিত হওয়ার পর তিনি বলেন,“আইসিসির চেয়ারম্যান পদে দ্বিতীয় বার নির্বাচিত হতে পেরে সম্মানিত। গোটা বিশ্বে ক্রিকেটকে ছড়িয়ে দেওয়ার জন্য গত দু’বছরে আমরা অনেক কাজ করেছি।”