Sourav Ganguly

Sourav Ganguly: সৌরভের আন্দোলন কর্মসূচি বাতিল, প্রতিবাদ মিছিলে থাকবেন তাঁর স্ত্রী-কন্যা

ইউ এন লাইভ নিউজ: আরজি কর কাণ্ডের প্রতিবাদে বুধবার অর্থাৎ ২১ আগস্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের জোড়া কর্মসূচি ছিল। প্রথমটি দুপুরে ময়দানে ক্রীড়াবিদদের সঙ্গে অবস্থানে সামিল হওয়ার কথা ছিল অন্যটি সন্ধ্যায় দীক্ষা মঞ্জরীর উদ্যেগে প্রতিবাদ মিছিলেও তাঁর অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু বুধবার বিকেলেই জানা গেল পুলিশি অনুমতি না পাওয়ায় বেহালার মিছিলে পা মেলাতে পারবেন না মহারাজ। তবে তাঁর স্ত্রী কন্যা থাকবেন মিছিলে।

আর জি করের প্রতিবাদে পথে নামলেন প্রাক্তন ও বর্তমান খেলোয়াড়রা ময়দানের গোষ্ঠপাল এর মূর্তির সামনে প্রতিবাদ বিক্ষোভ করেন।প্রথমে জানা গিয়েছিল, এই জমায়েতে যোগ দেবেন সৌরভ। কিন্তু তাঁকে এই অবস্থান বিক্ষোভে যোগ দেওয়ার অনুমতি দেয়নি প্রশাসন। এমনকি সন্ধ্যায় তাঁর আগাম ঘোষিত কর্মসূচিতে অংশ নেওয়ার অনুমতি পেলেন না সৌরভ।

আর জি কর কাণ্ডের প্রতিবাদে বুধবার দুপুরে পথে নামেন ক্রীড়াবিদরা। ময়দানে গোষ্ঠ পালের মূর্তির পাদদেশে জমায়েত হন অর্ণব মণ্ডল, মাধব দাস, অনীত ঘোষের মতো তারকার। সেখান থেকে মিছিল করে তাঁরা বাবুঘাট পর্যন্ত যান। প্রথমে জানা গিয়েছিল, এই জমায়েতে যোগ দেবেন বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি। কিন্তু তাঁকে এই অবস্থান বিক্ষোভ বা মিছিলে যোগ দেওয়ার অনুমতি দেয়নি প্রশাসন।

বুধবারই আরও একটি প্রতিবাদ কর্মসূচি ছিল সৌরভের। সন্ধ্যা সাড়ে সাতটার সময় ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের স্কুল থেকে দীক্ষামঞ্জরী থেকে ডাক দেওয়া হয়েছে প্রতিবাদ মিছিলের। বড়িষা প্লেয়ার কর্নারে জমায়েত হবেন সকলে, সেখান থেকে জেমস লং সরণি, বেহালা চৌরাস্তা ব্লাইন্ড স্কুল হয়ে ফের দীক্ষামঞ্জরীর সামনে এসে থামবে এই মিছিল। প্রথমে জানা গিয়েছিল, এই মিছিলেও পা মেলাবেন সৌরভ। কিন্তু বুধবার বিকেল গড়াতে খবর ছড়ায়, ওই মিছিলে হাঁটার জন্যও প্রিন্স অফ ক্যালকাটাকে হাঁটার অনুমতি দেয়নি পুলিশ।