Duleep Trophy: ম্যাচের সেরা পৃথ্বী, পশ্চিমাঞ্চল – দক্ষিণাঞ্চল ফাইনালে মুখোমুখি

স্পোর্টস ডেস্ক: রিঙ্কু সিংয়ের হাফ সেঞ্চুরি কাজে লাগলো না। দলীপ ট্রফি ফাইনালে পশ্চিমাঞ্চল পৌঁছে গেল মধ্যাঞ্চলকে সরাসরি ২৭৯ রানে হারিয়ে। পৃথ্বী শ সেঞ্চুরি করে ম্যাচের সেরা হলেন। আর শেষদিনে মুলানী ৫ উইকেট তুলে নিয়ে।

মধ্যাঞ্চলের হয়ে লড়াইটা প্রায় একাই টানছিলেন রিঙ্কু সিং। তাঁর ৬৫ রানের সাহায্যে দল দ্বিতীয় ইনিংসে ২২১ রান পর্যন্ত পৌঁছতে পারে। ৭১ বলে ৬৫ রানের ইনিংসটা ( ৭ টি বাউন্ডারি আর ৩টি ওভার বাউন্ডারি) বাধা হয়ে দাঁড়িয়ে ছিল। এই ইনিংসে পশ্চিমের শামস মুলানী (৫/৭২) সবচেয়ে সফল। তাঁর বলেই চার – ছক্কা হাঁকিয়ে হঠাৎ ম্যাচের তাপ উত্তাপ বাড়িয়ে দেন।

এই সময় বৃষ্টি এসে খেলায় বিঘ্ন ঘটায়। সেটাই ছন্দ পতন ঘটিয়ে দেয়। কভার সরিয়ে খেলা শুরু হতেই, মুলানী ভেঙে দেন রিঙ্কু – অশোক মেনারিয়ার ৮৮ রানের জুটি। পরের ৩ টি উইকেট ১২ রানে চলে যেতেই, ফাইনালে খেলা নিশ্চিত হয়ে যায় পশ্চিমাঞ্চলের।

শেষদিনে ৪৬৮ রান করে ম্যাচ জিততে হত মধ্যাঞ্চলের। দুই সেমি ফাইনালে জাতীয় নির্বাচকদের নজর টেনে নিলেন ওপেনার পৃথ্বী শ মোট ২০২ রান ( ৬০, ১৪২) আর স্পিনার আর সাই কিশোর ১০/৯৮ ( ৭/৭০, ৩/২৮)।

ফাইনাল হতে চলেছে পশ্চিমাঞ্চলের সঙ্গে দক্ষিণাঞ্চলের।

অন্য সেমি ফাইনালে উত্তরাঞ্চলকে ৬৫০ রানে হারিয়ে দিয়েছে দক্ষিণাঞ্চল।
ফাইনাল বুধবার , ২১ সেপ্টেম্বর।