১৯৩৭ খ্রিষ্টাব্দে জাতীয় সঙ্গীত হিসাবে প্রথম জনগণমন গানটির নাম প্রস্তাব করেন সুভাষচন্দ্র বসু।১৯৪৪ খ্রিষ্টাব্দের মার্চ মাসে আজাদ হিন্দ ফৌজ মৌডক রণক্ষেত্রে জয়লাভ করে ভারতের মাটিতে প্রবেশ করে ও সেই দিনই প্রথম ভারতের মাটিতে জনগণমন ভারতের জাতীয় সঙ্গীতরূপে বাজানো হয়।
1947 সালের ১৫ই আগস্ট এর পর থেকে স্বাধীন ভারতে অতিক্রান্ত ৭৫ টি বছর, আর আমাদের আজকের আলোচনা এই বিশেষ দিনটির জানা-অজানা নানান ঘটনা নিয়ে unlive.in এর বিশেষ PODCAST নিবেদন “স্বাধীন ভারত” ।EPISODE 3
Leave a Reply