ইউ এন লাইভ নিউজ: সামনেই দুর্গাপুজো। এরপর দিওয়ালী এবং ছটপুজো। দেশজুড়ে উৎসবের মেজাজ। এই সময়ের দীর্ঘ ছুটিতে বহু মানুষ বাড়ি ফেরেন। এমনকি বেড়াতেও যান দেশের বিভিন্ন প্রান্তে। বিপুল এই ভিড় সামাল দিতে প্রস্তুত রেলওয়ে। ৫১৯ টি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বুধবার অর্থাৎ ১লা অক্টবর থেকেই চালানো হচ্ছে। চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। গত বছরের তুলনায় এই বছর উৎসবের মরশুমে আরও অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয় রেল। কিন্তু এরপরেও টিকিটের জন্য হাহাকার।
ভারতীয় রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়ের উৎসবের মরশুমে ছয়টি অতিরিক্ত স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এই ট্রেন দুর্গাপুজো, দিওয়ালী এবং ছটপুজোকে মাথায় রেখে চালানো হবে। উত্তরপ্রদেশ এবং বিহার বহু মানুষ এই সময় যাত্রা করেন। সেই সমস্ত যাত্রীদের কথা ভেবেই এই স্পেশাল ট্রেন চালানো হচ্ছে। এক নজরে দেখে নিন কোন রুটে কোন ট্রেন চলছে।
০৮৮৯৩ গোন্দিয়া – সাঁতরাগাছি দুর্গা পূজা বিশেষ: গোন্দিয়া থেকে ৪ এবং ৯ অক্টোবর চালাবে
০৮৮৯৪ সাঁতরাগাছি -গোন্দিয়া দুর্গা পূজা স্পেশাল সাঁতরাগাছি থেকে ৫ এবং ১০ অক্টোবর ২০২৪ পর্যন্ত চলবে
০৮৮৯৫ গোন্দিয়া – ছাপড়া ছট পূজা স্পেশাল: গোন্দিয়া থেকে ৩ এবং ৪ নভেম্বর চালানো হবে।
০৮৮৯৬ ছাপড়া – গোন্দিয়া ছট পুজো স্পেশাল, ছাপড়া থেকে ৪ এবং ৫ নভেম্বর ২০২৪ চালানো হবে
০৮৮৯৭ গোন্দিয়া -পাটনা ছট পুজো স্পেশাল: গোন্দিয়া থেকে ৩ এবং চার নভেম্বর চলবে
০৮৮৯৮ পাটনা – গোন্দিয়া ছট পুজো স্পেশাল: পাটনা থেকে ৪ এবং ৫ নইভেম্বর চলবে বলে জানা যাচ্ছে।
দীর্ঘ দুমাস ধরে চলছে উৎসবের মরশুম। এই সময় ধরেই রেলে বাড়তি চাপ প্রত্যেক বছরই থাকে। এই বছরও ছবিটা বদল হয়নি। উলটে বেড়েছে। এই অবস্থায় যাত্রী সাছন্দ্য এবং সুরক্ষার দিকে বাড়তি নজর রাখা হচ্ছে। ট্রেনগুলির পাশাপাশি ট্র্যাকগুলিতেও বিশেষ নজর রাখা হচ্ছে।
Leave a Reply