ধর্ষণের অভিযোগে গ্রেফতার শ্রীলঙ্কার ক্রিকেটার দানুশকা গুনাথিলাকা

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ চলার সময়েই ধর্ষণের অভিযোগে গ্রেফতার শ্রীলঙ্কার ক্রিকেটার দানুশকা গুনাথিলাকাকে। সিডনি পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। গুনাথিলাকাকে ভার্চুয়াল মাধ্যমে প্যারামাটা বেল কোর্টে পেশ করা হয়। আদালত তাঁর জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। ফলে আপাতত পুলিশের হেফাজতেই থাকতে হবে এই ক্রিকেটারকে। তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে বড় শাস্তির মুখে পড়তে হতে পারে। যতদিন আদালতে বিচারপর্ব চলবে, ততদিনই তাঁকে পুলিশ হেফাজতেই থাকতে হবে বলে মনে করা হচ্ছে। এ বিষয়ে এখনও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গুনাথিলাকার সতীর্থরাও এই ঘটনার বিষয়ে মুখ খোলেননি।  

নিউ সাউথ ওয়েলশ পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ২৯ বছর বয়সি ওই মহিলার সঙ্গে অনলাইন ডেটিং অ্যাপের মাধ্যমে আলাপ হয় দানুশকা গুনাথিলাকার। ওই মহিলার সঙ্গে দেখা করেন তিনি। সম্প্রতি রোজ বে অঞ্চলে একটি বাড়িতে ওই মহিলাকে গুনাথিলাকা ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ। রোজ বে-র ওই বাড়িতে গিয়ে ঘটনাস্থল খতিয়ে দেখে বিভিন্ন নমুনা সংগ্রহ করেন পুলিশ আধিকারিকরা। এরপরেই শ্রীলঙ্কার টিম হোটেল থেকে গুনাথালিকাকে গ্রেফতার করে সিডনি পুলিশ।’

আরও পড়ুন: পঞ্চায়েতে দলের প্রার্থী খুঁজতে জেলা সফরে কেন্দ্রীয় নেতারা

সিডনি পুলিশের জানিয়েছে, ‘যৌন নির্যাতনের অভিযোগ দায়ের হওয়ার পর তদন্ত শুরু হয়। শনিবার গভীর রাতে সিডনির সাসেক্স স্ট্রিটের একটি হোটেল থেকে ৩১ বছর বয়সি অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাঁকে সিডনি সিটি পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।