নিউজ ডেস্ক: অনেকদিন ধরেই শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি। এবার SSC মামলায় সামনে এল নতুন সূত্র। SSC-কাণ্ডে সিবিআইয়ের জালে ধৃত প্রসন্নকুমার রায়ের ‘গাড়ি-ভাড়া’ সংস্থার আরও এক কর্মচারী পেল ‘সিবিআইয়ের ডাক’। তাঁর নাম রোহিত। সূত্রের খবর, প্রসন্নকুমারের সংস্থার এই কর্মীকে বুধবার নিজাম প্যালেসে (কলকাতায় সিবিআই দফতর) ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
সিবিআই সূত্রে জানা যাচ্ছে, ‘মিডলম্যান’ প্রসন্নের ওই ‘গাড়ি-ভাড়া’ সংস্থা কী ভাবে এই শিক্ষক দুর্নীতির সঙ্গে জড়িত সেটাই এখন সিবিআইয়ের প্রধান পর্যবেক্ষণ। এই সংস্থার গাড়ি শিক্ষা দফতরে ব্যবহার করা হত কিনা সেটাও খতিয়ে দেখছে তদন্তকারী দল।
স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হার দফতরেও প্রসন্নের সংস্থার গাড়ি ব্যবহার করা হত দাবি করেছে সিবিআই। শান্তিপ্রসাদের ফোনে প্রসন্নের সংস্থার আরও এক কর্মী প্রদীপ সিংহের নম্বরও ‘সেভ’ ছিল। সিবিআই সূত্রে খবর, প্রদীপের নম্বর ‘ছোটু’ নামে সেভ করা হয় শান্তিপ্রসাদের ফোনে।
২৭ অগস্ট সিবিআই গ্রেফতার করেছিল প্রসন্নকুমার রায়কে । তার আগেই প্রদীপ সিং বলে আরও এক মিডলম্যানকে গ্রেফতার করেন তদন্তকারী আধিকারিকরা। সল্টলেকের জিডি ব্লকে প্রসন্নের গাড়ি ভাড়া দেওয়ার সংস্থায় কম্পিউটার অপারেটর হিসাবে কাজ করতেন ‘মিডলম্যান’ প্রদীপ। আর তাঁকে জেরা করেই মূলত প্রসন্নকুমারের নাম পান কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এরপরেই তাঁকে নিউটাউন এলাকা থেকে গ্রেফতার করা হয়। বর্তমানে সিবিআই হেফাজতে রয়েছেন প্রসন্ন।
আরও পড়ুন: আমাকে আমার মতো কাজ চালিয়ে যেতে বলেছেন মুখ্যমন্ত্রী: অভিজিৎ গঙ্গোপাধ্যায়
সোমবার প্রসন্নকে সিবিআই বিশেষ আদালতে পেশ করা হয়। তাঁর জামিনের বিরোধিতা করে আদালতে সিবিআই-এর আইনজীবী বলেছিলেন, ‘‘প্রদীপকে জিজ্ঞাসাবাদ করার সময় তিনি জানিয়েছেন, ‘বসের আদেশেই সব করেছি।’ এর পর প্রসন্নের বাড়িতে তল্লাশি চালানো হয়। অভিযানে বেশ কিছু নথি পাওয়া গিয়েছে।’’ ‘বস্’ বলতে ঠিক কাকে ইঙ্গিত করেছেন প্রদীপ, তা অবশ্য খোলসা করেনি তদন্তকারী সংস্থা।
Leave a Reply