সোমবার সশরীরে পার্থকে হাজির করাতে হবে, নির্দেশ আদালতের

নিউজ ডেস্ক: সোমবার সকাল দশটার মধ্যে সশরীরে আদালতে হাজির করাতে হবে পার্থকে। শুক্রবার এমনই নির্দেশ দিয়েছে আলিপুরের বিশেষ সিবিআই আদালত। যদিও সোমবারই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে এসএসসি সংক্রান্ত মামলার শুনানি রয়েছে ব্যাঙ্কশাল কোর্টে। সেখানে পার্থ চট্টোপাধ্যায় ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।

এদিন সিবিআইয়ের বিশেষ আদালতে পার্থর মামলাটির শুনানি ছিল। তাতে পার্থকে সশরীরে হাজির করানোর কথা ছিল। কিন্তু প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ তাঁকে ভার্চুয়াল শুনানিতে হাজির করানোর আবেদন করে। সেই আবেদনের চিঠি এসে পৌঁছয় শুক্রবার সকালে। ফলে পার্থকে হাজির করানো নিয়ে জটিলতা তৈরি হয়।

প্রেসিডেন্সি জেল সূত্রের খবর, সিবিআই আদালতে ভার্চুয়াল শুনানির লিঙ্ক কাজ করছিল না। সেই কারণেই পার্থকে হাজির করানো যায়নি। আবার তাঁকে আদালতে আনাও হয়নি। এদিন পার্থর আইনজীবীরা আবারও তাঁর জামিনের আবেদন করেন। কিন্তু সেই আবেদন খারিজ করে দিয়েছে কোর্ট। শুক্রবার আদালত জানিয়েছে, ৩১ অক্টোবর এসএসসি-র সিবিআই মামলায় অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় সহ সকলকে সশরীরে হাজির করাতে হবে।

আরও পড়ুন: মোদিকে প্রকৃত দেশপ্রেমিক বলে  প্রশংসা পুতিনের

প্রথমদিকে পার্থ চট্টোপাধ্যায়কে সশরীরে আদালতে হাজির করানো হলেও পরে ভার্চুয়াল মাধ্যেমেই বেশিরভাগ শুনানিই হয়েছে। শুক্রবার তাঁর ভার্চুয়াল শুনানি নিয়ে হঠাৎ জটিলতা তৈরি হয়েছিল। ফলে মামলাটি পিছিয়ে যায়।