Dev

Dev: লোকসভা নির্বাচনে নিজের দলের প্রাপ্ত আসনসংখ্যার হিসেব দিলেন তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী

ইউ এন লাইভ নিউজ: ভোট গণনার আগের দিন তৃণমূলের তারকা প্রার্থী দেবের চ্যাট প্রকাশ্যে এল। জেলা তৃণমূলের নির্বাচন কমিটির সদস্যদের সঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপের সেই চ্যাট এখন ভাইরাল। সেই চ্যাটে দেব দাবি করেছেন, তৃণমূল ২৬টি আসন পাচ্ছেই, সর্বোচ্চ ২৯টি আসনও পাওয়া অসম্ভব নয়।

রাজ্যে তৃণমূল কমপক্ষে ২৬টি আসন পেতে চলেছে। তেমন হলে এই সংখ্যাটা ২৯ থেকে ৩০টিও হতে পারে বলে মনে করেছেন ঘাটালের তৃণমূল প্রার্থী। ঘাটাল লোকসভা আসনে তিনি তাঁর দলীয় সমর্থকদের আশ্বাস দিয়ে বলেছেন, ‘‘আমরাই জিতছি।’’ তৃণমূলের ঘাটাল লোকসভা নির্বাচন কমিটির হোয়াটসঅ্যাপ গ্রুপের চ্যাটে এমনই আশাবাদী মন্তব্য করতে দেখা গিয়েছে তারকা প্রার্থী দেবকে। সূত্রের খবর, শনিবার বিভিন্ন বুথ ফেরত সমীক্ষায় গোটা দেশ বা রাজ্যে যে গেরুয়া ঝড়ের সম্ভবনা মিলেছে তাতে তৃণমূল কর্মী-সমর্থকরা নিরাশ বলে মনে করছেন দেব। সমীক্ষার ফলাফল নিয়ে রাজ্যরাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে । ঘাটালেও পদ্ম ফোটার ইঙ্গিত না মিলতেই সেখানকার তৃণমূল কর্মী-সমর্থকরা মনমরা হয়ে পড়েছেন বলে খবর পৌঁছেছে অভিনেতার কাছে।

এর পর রবিবার দুপুর ১২টা নাগাদ দলের কর্মী-সমর্থকদের মনোবল বাড়াতে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে দেব লেখেন, ‘‘আরে আমরাই জিতছি। মিনিমাম ২৬টি আসনে আমরা জিতছি। এই সংখ্যাটা ২৯ থেকে ৩০টিও হতে পারে।’’ দেবের এই ভোকাল টনিকে উজ্জীবিত অনুরাগী থেকে তৃণমূল কর্মী-সমর্থকরা। দেবের একান্ত সচিব রামপদ মান্না বলেন, ‘‘দাদার সঙ্গে আমার এই নিয়ে কথাও হয়েছে। আসলে দাদাই একমাত্র সেলিব্রিটি যিনি গোটা রাজ্যে সমস্ত লোকসভা আসনে প্রচারে গিয়েছেন। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, কাকদ্বীপ থেকে দিঘা সব জায়গায় ঘুরেছেন। সেই অভিজ্ঞতার নিরিখেই দাদা আত্মবিশ্বাসী তাঁর নিজের জেতার ব্যাপারে পাশাপাশি রাজ্যে তৃণমূলই সংখ্যাগরিষ্ঠ হওয়ার ব্যাপারে।’’

দেবের দাবিকে সমর্থন করেছেন ঘাটাল লোকসভা সাংগঠনিক জেলার তৃণমূলের সাধারণ সম্পাদক বিকাশ কর। তাঁর কথায়, ‘‘আমাদের দলীয় রিপোর্ট বলছে দেব কমপক্ষে দেড় লক্ষ ভোটের ব্যবধানে জিতবেন। সমস্ত বিধানসভা সিটগুলি থেকে আমরা লিড পাব। আমরাও দলীয় কর্মীদের বলছি বুথ ফেরত সমীক্ষা নিয়ে বেশি মাথা না ঘামাতে। কিছু চ্যানেলের সমীক্ষায় ঘাটাল আসনে তৃণমূল হারছে বলেও উল্লেখ করা হয়েছে। আমরা জিতছি, জিতছি, জিতছি।’’

প্রচার চলাকালীন ঘাটালের টিএমসি প্রার্থী নিজের জয় নিয়ে একাধিকবার নিশ্চিত করেছেন। লোকসভা ভোটে যত সংখ্যক ভোট পাবেন, ততগুলি গাছ লাগাবেন ঘাটাল লোকসভা জুড়ে। দলীয় সূত্রে খবর, জয়লাভের পর বর্ষার শুরুতে গাছ লাগানোর প্রস্তুতি শুরু করবেন দেব। দাসপুর ২ নম্বর ব্লক তৃণমূল সভাপতি সৌমিত্র সিংহরায় বলেন, ‘‘কয়েকটি সমীক্ষা সংস্থা কোন যুক্তির ভিত্তিতে দেব হারছেন বলে জানিয়েছে জানি না। সেই সমীক্ষা নিয়ে আমাদের সন্দেহ রয়েছে। এনিয়ে আমরা মাথাও ঘামাচ্ছি না। বরং তারকা প্রার্থীর কথামতো গাছ লাগানোর প্রস্তুতি নিতে শুরু করছি আমরা। ফল ঘোষণা হওয়ার পরই গাছ লাগানোর কর্মসূচি শুরু হয়ে যাবে।’’

About Sukanya Chatterjee

Check Also

ranji trophy

Ranji Trophy: রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র! ইশান পোড়েলের দুরন্ত বোলিং নিল ৬ উইকেট

ইউ এন লাইভ নিউজ: প্রত‍্যাশিত ভাবেই রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র হয়ে গেল। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *