লক্ষ্য কর্মীদের মানসিক সুস্বাস্থ্য, ১১ দিনের ছুটি ঘোষণা স্টার্টআপ কোম্পানি

নিউজ ডেস্ক: ইঁদুর দৌড়ে ছুটছে গোটা বিশ্ব। লক্ষ্য শুধু এগিয়ে যাওয়া। নেই কোনো বিরতি। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলা তো হচ্ছে ঠিকই, কিন্তু অনেকেই ভুলে যাচ্ছেন মানসিক স্বাস্থ্যের কথা। করোনা পরিস্থিতির পর থেকে এই মানসিক স্বাস্থ্য সমস্যা আরও গুরুতর হয়ে উঠেছে।এই পরিস্থিতিতে মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখতে অভিনব পদক্ষেপ গ্রহণ করেছে স্টার্টআপ কোম্পানি মেশো। উৎসবের মরসুম শেষে কর্মীদের জন্য ১১ দিনের কর্মবিরতির ঘোষণা করা হয়েছে কোম্পানির পক্ষ থেকে।

মেশো কোম্পানির পক্ষ থেকে, রিসেট এবং রিচার্জ ব্রেক দেওয়া হয়েছে। কোম্পানির প্রতিষ্ঠাতা এবং সিটিও সঞ্জীব বার্নওয়াল ট্যুইটারে জানিয়েছেন “আমরা টানা দু’বছর কোম্পানির কর্মচারীদের জন্য ১১ দিনের বিরতির ঘোষণা করেছি! আসন্ন উৎসবের মরসুমে কাজের চাপের কথা মাথায় রেখে, ২২ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত ছুটি দেওয়া হবে সমস্ত কর্মচারীদের।” এছাড়াও ট্যুইটে জানানো হয়েছে, মানসিক স্বাস্থ্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ।

মেশোর অন্যতম প্রতিষ্ঠাতা এবং সিইও বিদিত আত্রে ট্যুইট করে জানিয়েছেন, ‘মহাকাশচারীদেরও বিরতি প্রয়োজন, তেমনই কোম্পানির মুনশট মিশনে কাজ করা কর্মীদেরও বিরতি প্রয়োজন।’ অভিনব পদক্ষেপের নেপথ্যে মেশোর উদ্দেশ্যে হল, কর্মচারীদের খুশি রাখা। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মচারীদের লম্বা বিরতি দিলে মানসিক স্বাস্থ্যও ভালো থাকবে। কর্মচারীরা খুশি হলে তারা আরও কঠোর পরিশ্রম করবে, সেজন্যই মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। মেশোর এই পদক্ষেপকে কুর্নিশ জানিয়েছেন কর্মীরা।

ছবি প্রতীকী