নিউজ ডেস্ক: বছর শেষেই দেশ জুড়ে সিএএ কর্যকর করতে পারে মোদি সরকার। এই খবর সামনে আসতেই বিধানসভার শীতকালীন অধিবেশনে সিএএ বিরোধী নিন্দা প্রস্তাব আনার প্রস্তুতি শুরু করেছে তৃণমূল পরিষদীয় দল।
জানা গেছে, চলতি বছরের ডিসেম্বরেই দেশে নাগরিক সংশোধনী আইন কার্যকর করতে পারে কেন্দ্রীয় সরকার। এর পরেই বিধানসভায় সিএএ বিরোধী নিন্দা প্রস্তাব আনার প্রস্তুতি নিতে শুরু করেছে তৃণমূল পরিষদীয় দল।
রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, রাজ্য বিধানসভায় এই প্রস্তাব আনা হলে শীতকালীন অধিবেশনে উত্তাল হতে পারে বিধানসভা। কারণ কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকার সিএএ কার্যকর করার জন্য উঠে পড়ে লাগলেও প্রথম থেকেই এর ঘোর বিরোধীতা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে, সিএএ ইস্যুতে বিধানসভার ভিতরে জোর সংঘাত হতে পারে তৃণমূল পরিষদীয় দলের সঙ্গে বিজেপি বিধায়কদের।
আরও পড়ুন: বুধেই ডিএ মামলার শুনানি কলকাতা হাইকোর্টে
সম্প্রতি রাজ্যে সিএএ চালু করার বিষয়ে বিশেষ তৎপরতা নিতে দেখা গেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, শীতকালীন অধিবেশন শুরু হলেই সিএএ-র পক্ষে বিধানসভার ভিতরে ঝড় তুলতে পারেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে সিটিজেনশিপ অ্যামান্ডমেন্ট অ্যাক্ট কার্যকর করার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনার জন্য তৈরি হচ্ছে শাসক দলের বিধায়করাও। ফলে শীতকালীন অধিবেশনে বিধানসভার অভ্যন্তরে উত্তাপ কয়েকগুন বাড়তে চলেছে।
Leave a Reply