Biman Banerjee

Biman Banerjee: রাজভবনের সঙ্গে রাজ্য সরকারের দীর্ঘ সংঘাত, দুই বিধায়কের শপথকে কেন্দ্র করে বিশেষ বৈঠক

ইউ এন লাইভ নিউজ: দুই বিধায়কের শপথ নিয়ে রাজ্য-রাজ্যপাল তরজা তুঙ্গে। শপথের দাবিতে বারংবার ধর্নায় বসেছেন রাজ্যের দুই বিধানসভা কেন্দ্রে জয়ী বিধায়ক সায়ন্তিকা বন্দোপাধ্যায় এবং রেয়াত হোসেন। এমতাবস্থায় শুক্রবার বিশেষ অধিবেশন ডাকলেন বিধানসভা স্পিকার বিমান বন্দোপাধ্যায়। আর সেই অধিবেশনের আগেই হবে বিএ কমিটির বিশেষ বৈঠক। জানা গিয়েছে, সেখানে সায়ন্তিকা এবং রেয়াতের শপথ নিয়ে আলোচনা হবে। শপথগ্রহণ প্রক্রিয়া নিয়ে রাজভবনের সঙ্গে রাজ্য সরকারের চলছে দীর্ঘ সংঘাত। বিধানসভা সূত্রে খবর , শপথ-জটিলতা কাটাতে আইনি পরামর্শ শুরু করেছেন স্পিকার বিমান বন্দোপাধ্যায়। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের সঙ্গে ইতিমধ্যে আলোচনা হয়েছে। এই আবহে বিধানসভায় বিশেষ অধিবেশন ডাকলেন বিধানসভার স্পিকার।

উল্লেখ্য, ভগবানগোলা থেকে জয়ী হয়েছেন রেয়াত হোসেন সরকার এবং বরানগর থেকে জয়ী সায়ন্তিকা বন্দোপাধ্যায়ের। তাঁদের শপথ নিয়ে রাজ্যপাল বনাম বিধানসভার স্পিকার বিমান বন্দোপাধ্যায়ের মধ্যে চলছে টানাপোড়েন। ২৬ জুন রাজভবনে শপথের জন্য সায়ন্তিকাকে ডাকে পাঠিয়েছিলেন রাজ্যপাল। কিন্তু রেয়াত হোসেন সরকার এমন কোনও আমন্ত্রণ পাননি বলেই জানিয়েছিলেন। এই দুই বিধায়কের শপথ গ্রহণ রীতিমাফিক রাজ্য বিধানসভায় অধ্যক্ষের হাতেই হওয়া উচিত। কিন্তু রাজভবন থেকে সবুজ সংকেত না পাওয়ায় দুই বিধায়কের শপথ গ্রহণ আটকে রয়েছে। এরফলে নির্বাচনে জয়ের পরেও এলাকার কোন কাজ করতে পারছেন না জয়ী বিধায়করা। এই আবহে শপথের দাবিতে ধর্নায় বসেছেন জয়ী দুই বিধায়ক।