নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গ কি জঙ্গিদের সেফ হোম হয়ে উঠছে? উত্তর ২৪ পরগনা থেকে দুই জঙ্গি ধরা পড়ায় আবার সেই প্রশ্নই সামনে এল।
উত্তর ২৪ পরগনার শাসন থেকে এসটিএফের জালে ধরা পড়ল দুই নিষিদ্ধ জঙ্গি সংগঠনের দুই জঙ্গি। আল কায়দা ইন ইন্ডিয়ান সাব কন্টিনেন্ট-এর সঙ্গে তাঁদের প্রত্যক্ষ যোগাযোগ ছিল বলে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্সের দাবি। ধৃতদের বিরুদ্ধে একাধিক নাশকতামূলক কার্যকলাপের অভিযোগ রয়েছে।
ধৃত দুই জঙ্গি রাকিব ও আহসান। ধৃতদের কাছ থেকে বেশ কিছু আপত্তিকর নথি ও প্রচারপত্র উদ্ধার করেছে পুলিশ। জঙ্গিদের গ্রেফতার প্রসঙ্গে প্রাক্তন পুলিশ আধিকারিক অরিন্দম আচার্য ইউএন লাইভকে বলেন, দেশের বিভিন্ন জয়গায় জঙ্গি কর্যকলাপ বাড়ছে।
তার মধ্যে কেরালা এবং পশ্চিমবঙ্গকে জঙ্গিরা তাদের সেফেস্ট জোন মনে করছে। এই রাজ্যে জঙ্গি সংগঠনগুলির শেকড় অনেকটা গভীরে। রাজ্যে একের পর এক জঙ্গি কার্যকলাপ, যেমন নিউটানের ঘটনা, খাগড়াগড় বিস্ফোরণের ঘটনা, হলদিয়ার ঘটনাই তার প্রমাণ।
পশ্চিমবঙ্গে জঙ্গি কার্যকলাপ বৃদ্ধি পাওয়ার কারণ হিসেবে অরিন্দম আচার্যর বক্তব্য, একদিকে যেমন সাধারণ মানুষের অজ্ঞতা, অন্যদিকে বেকার সমস্যা। এছাড়াও রাজনৈতিক দলের নেতা কর্মীদের দিকেও অঙুল তুলেছেন তিনি। বাদ দেননি পুলিশ প্রশাসনকেও। তাঁর দাবি এক শ্রেণির পুলিশ শাসক দলের দলদাসে পরিণত হয়েছে। জঙ্গি কার্যকলাপ বৃদ্ধির এটাও একটা কারণ।
Leave a Reply