Mukul Roy

Mukul Ray: এখনও ভেন্টিলেশনে মুকুল রায়, আশঙ্কাজনক পরিস্থিতিতে প্রাক্তন তৃণমূল নেতা

ইউ এন লাইভ নিউজ: অনেক দিন ধরেই অসুস্থ মুকুল রায়। বৃহস্পতিবার দুপুরে হাসপাতাল সূত্রে জানা যায়, মুকুল রায়ের শারীরিক অবস্থা এখনও সঙ্কটজনক। পরিবার সূত্রে খবর, রাত সাড়ে ৯টা নাগাদ কাঁচরাপাড়ায় নিজের বাড়িতে বাথরুমের সামনে পড়ে গিয়ে চোট পান তিনি। তারপর রাত ১১টা নাগাদ কলকাতার ফুলবাগানে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।এখনও নন ইনভেসিভ ভেন্টিলেশনে আইসিইউতে রয়েছেন তিনি। হাসপাতালে সূত্রে খবর, রাতে সিটি স্ক্যান করানো হয় তাঁকে। প্রবীণ নেতার চিকিৎসার জন্য গঠন করা হয় একটি মেডিক্যাল বোর্ডও। ২০২১ সালে স্ত্রীর মৃত্যুর পর থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি শুরু হয় বলে জানা যায়। তিনি দীর্ঘ দিন ধরে ডায়াবিটিসেও ভুগছেন বলে জানিয়েছেন চিকিৎসক। পাশাপাশি, ডিমেনশিয়াও রয়েছে তাঁর। এই বছরের এপ্রিল মাসেও হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাঁকে। অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করানো হয়েছিল গত বছরের ফেব্রুয়ারিতেও।

২০২১ সালে বিধানসভা নির্বাচনে পদ্ম প্রতীকে কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে ভোটে লড়েন মুকুল রায় এবং জয়ী হন। ভোটের ফলঘোষণার কিছু দিনের মধ্যেই মমতা এবং অভিষেক বন্দোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে প্রত্যাবর্তন ঘটে মুকুলের তার পরেই বঙ্গ রাজনীতিতে পরে যায় শোরগোল। এর পর মুকুলের বিধায়ক পদ বাতিল নিয়ে সরব হয় বিজেপি। তারপরেই হঠাৎ রাজনীতির দুনিয়া থেকে আচমকাই উধাও হয়ে যান মুকুল রায়।