ইউ এন লাইভ নিউজ: পরিবেশ যোদ্ধাদের কোর্স শেষ হওয়ার পর সোমবার ২৪ জন পরিবেশ যোদ্ধার হাতে শংশাপত্র তুলে দিল কলকাতা পৌরসভার পরিবেশ বিভাগ। পুজোয় গোটা শহরের পাড়ায় পাড়ায় যাদের তীক্ষ্ণ দৃষ্টি থাকবে। পুজোর সময় কোথাও কোনো গাছ কাটলে বা পুকুর ভরাট করার চেষ্টা করলে এই পরিবেশ যোদ্ধারা খবর দেবেন কলকাতা পুরসভার পরিবেশ দপ্তরে। দেশে প্রথম কলকাতা পৌরসভা এই বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করেছিল। পরিবেশ বাঁচানোর জন্য পাড়ায় পাড়ায় তৈরি করা হবে কমব্যাট ফোর্স। সেই উদ্দেশ্য পূরণের জন্য শুরু হয়েছিল ট্রেনিং, প্রথমে টানা একমাস থিওরি পরে প্র্যাক্টিকাল শেষে সোমবার তাদের হাতে কলকাতা পৌরসভার পক্ষ থেকে তুলে দেওয়া হয় শংশাপত্র।
পরিবেশ যোদ্ধাদের হাতে শংশাপত্র তুলে দিয়েছেন কলকাতা পৌরসভার মেয়র পরিষদ স্বপন সমাদ্দার। তিনি বলেন, ‘‘এই শংসাপত্র শুধুমাত্র আলমারিতে সাজিয়ে রাখার জন্য নয়। পরিবেশ যোদ্ধাদের আমরা বলেছি রাস্তায় নেমে কাজ করতে হবে।’’ তিনি আরও জানান, “কোনও সময় পরিবেশ সচেতনতার জন্য লোকের প্রয়োজন হলে এদের ডাকবে কলকাতা পুরসভা। সামনে পুজো আসছে। পুজোর মধ্যে কেউ যদি পরিবেশ নষ্ট করতে চায়। রুখে দাঁড়াবেন আমাদের পরিবেশ যোদ্ধারা।” এবছর থেকে প্রতি বছর পরিবেশ যোদ্ধাদের কোর্স করানো হবে। এদিন পরিবেশ বিজ্ঞানী ডা.স্বাতী নন্দী চক্রবর্তী কলকাতা পৌরসভার তিনটি বরোকে সবুজ বরো হিসাবে গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন। সেই প্রস্তাব গ্রহণ করেছেন মেয়র পরিষদ।
Leave a Reply