স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ড – ভারত সিরিজে প্রথমে হয়ে গেছে টি টোয়েন্টির লড়াই। সেই লড়াইয়ে ২-১ ম্যাচে ভারতের মহিলা দল হেরে গেছে। তাতে খেলেননি আইসিসির প্রাক্তন বর্ষসেরা এই ক্রিকেটারটি। হরমনপ্রীতরা মোটেই ভালো খেলতে পারেননি। আর হোভে ভারতীয় দল নামছে মিডিয়াম পেসার ঝুলনকে নিয়ে।
টি টোয়েন্টিতে ভারতীয় দলের ব্যাটিং – ফিল্ডিং মোটেই ভালো হয়নি। কোচ রমেশ পওয়ার সকলকে সেইসব ভুলকে সরিয়ে আরও ভালো কিছু করার জন্য প্রস্তুত করিয়েছেন। ইংল্যান্ড দল এই ওয়ান ডে সিরিজে দলের তিন সিনিয়র প্লেয়ার খেলছেন না। চোট পাওয়া দলের নেত্রী হিথের নাইটও নেই। ভারতের সামনে ইংল্যান্ডের মাটিতে একটি সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ।
ভারতের মিডল অর্ডার ব্যাটিং এখনও দলকে ভরসা দিতে পারেনি। হেমলথা চেষ্টা করে চলেছেন, কিন্তু সেই ছন্দে ফিরতে পারেননি।
দলে নেওয়া হয়েছে জেমিমা রডরিগজকে। কিন্তু তিনি চোটের কারণে, ইংল্যান্ডে হান্ড্রেড ক্রিকেট টুর্নামেন্ট খেলা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। তিনি কতটা সুস্থ থেকে এই সিরিজ খেলতে পারেন, তা নিয়ে চিন্তা রয়েই গেছে।
টি টোয়েন্টি দল থেকে বাদ পড়েছিলেন যস্তিকা ভাটিয়া। ভালো কিছু করার তাগিদ নিয়ে মাঠে নামতে হবে তাঁকে। আরও একবার স্মৃতি মানধানা আর দলনেত্রী হরমনপ্রীত কাউরকে ব্যাটিং হাল ধরতেই হবে। আর তিন বছর আন্তর্জাতিক ক্রিকেটে খেলে চলা শেফালি ভার্মাকে ধারাবাহিকতা বজায় রেখে খেলতে হবে।
এই তিন ম্যাচের সিরিজ শেষে ঝুলন গোস্বামী আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেবেন বলে ইতিমধ্যে ঘোষণা করেছেন। ঝুলনকেই নেতৃত্ব দিতে হবে দলের পেস বোলিং আক্রমণের। হতে পারে রেনুকা সিং ইদানিং ভালো বল করছেন, কিন্তু দলের বোলিং শক্তি – স্পিনাররা। তা বিদেশের মাটিতে হলেও একই ফর্মুলা।
পূজা ভাস্ত্রকর, স্নেহ রানা, দীপ্তি শর্মার নিজেদের দক্ষতার প্রমাণ রেখে চলেছেন। দলে তিনজন অলরাউন্ডার হয়েই খেলছেন। কিন্তু একজন স্পেশালিস্ট স্পিনার না খেলানো কি ঠিক হচ্ছে? ম্যাচের রেজাল্ট এই উত্তর দেবে।
এই সিরিজ আবার আইসিসি ওয়ান ডে চ্যাম্পিয়নশিপের অন্তর্গত। এই টুর্নামেন্টে পারফরমেন্সের ভিত্তিতে ২০২৫ সালের বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক হয়ে দলগুলোর অবস্থান ঠিক করবে।
ইংল্যান্ড শিবিরে নেত্রী নাইট না থাকাটা বড় ধাক্কা। অ্যামি জোনস দলকে নেতৃত্ব দেবেন। টি টোয়েন্টি সিরিজে ভালো খেলা আলিস ক্যাপসেসি আর ফ্রেয়া কেম্প – এই সিরিজে নিশ্চিতভাবে ওয়ান ডে অভিষেক ঘটিয়ে ফেলবেন।
ব্রিটিশ প্রমীলা দলের হেড কোচ লিসা কেইটলে জানিয়েছেন, ” এই সিরিজটিও গুরুত্বপূর্ণ। আইসিসি ওমেন্স ওয়ার্ল্ড কাপের জন্য প্রতিটি ম্যাচে পয়েন্ট আছে। সেই পয়েন্টের খোঁজে দুই দল এই সিরিজ খেলতে নামছে। এবারের সিরিজ শেষ হলে গ্রীষ্ম মরসুম শেষ হবে।”
ম্যাচ শুরু ভারতীয় সময় বেলা সাড়ে ৩.৩০।
Leave a Reply