ইউ এন লাইভ নিউজ ডেস্ক: রাজ্যের ছাত্র ছাত্রীদের জন্য বড় খুশির খবর দিলেন মুখ্যমন্ত্রী। পুজোর আগে ছাত্রছাত্রীরা ১০ হাজার টাকা পাবে বলে জানালেন মুখ্যমন্ত্রী। শিক্ষক দিবসের দিন এই বড় ঘোষণা করলেন মমতা ব্যানার্জী। তিনি জানান এর জন্য ছাত্র ছাত্রীরা উপকৃত হবে। ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসের অনুষ্ঠানের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ৯ লাখ ৭৮ হাজার ১২ জনকে ১০ হাজার টাকা করে দেওয়া হবে। তাঁদের এই টাকা কাজে লাগবে। গত তিন বছর ধরে এই টাকা দেওয়া দেওয়া হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘আমরা ২৭ লাখ ছাত্র-ছাত্রীকে এই টাকা দিয়েছি। প্রতিবারই দেওয়া হয়। এতে ৩ হাজার ৭০০ কোটি টাকা খরচ হয়েছে। এই প্রকল্পের নাম তরুণের স্বপ্ন।’
মুখমন্ত্রী এইদিন আরও জানান ‘তরুণের স্বপ্ন নামে একটা বই রয়েছে নেতাজির নামে। সেখান থেকেই এই নাম নেওয়া হয়েছে। কোভিডের সময় থেকে এই মোবাইল বা ট্যাব দেওয়ার আইডিয়া এসেছিল। ক্লাস নাইনের ছাত্র-ছাত্রীদের আমরা সাইকেল দিই। যখন ছেলে-মেয়েরা স্কুল কলেজ যেতে পারত না কোভিডের কারণে, সেই সময় এই প্রকল্প শুরু হয়।’
প্রসঙ্গত উল্লেখ্য,যারা উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী তাদের ব্যাংক অ্যাকাউন্টেও ১০০০০ টাকা করে ঢুকতে চলেছে বলেও খবর। পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত স্কুল এবং মাদ্রাসার পড়ুয়ারা এই আর্থিক সহায়তা পাবেন। তবে এই টাকা পাবে কেবল মাত্র ক্লাস ১২ এর ছাত্র ছাত্রীরা। রাজ্য সরকার সূত্রে খবর সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসেই ফোন বা ট্যাবের ১০ হাজার টাকা ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে যাবে। তাই ছাত্র-ছাত্রীদের এখনো কিছুদিন অপেক্ষা করতে হবে এবং স্কুল থেকে নির্দেশ পাওয়ার পর ব্যাংক অ্যাকাউন্ট আধার কার্ড সহ অন্যান্য নথি স্কুলের কাছে জমা করতে হবে। যাতে ট্যাবের টাকা পেতে কোন অসুবিধা না হয়। এই প্রকল্পের সুবিধা পেতে অনলাইনে আবেদন করা সম্ভব নয়। শুধুমাত্র ছাত্রছাত্রীরা নিজের স্কুল মারফৎ আবেদন করতে পারবে। এর জন্য বিদ্যালয়ে যোগাযোগ করে বাকি পদক্ষেপ নিয়তে হবে।
Leave a Reply