কী লজ্জার কথা! স্কুলের বাচ্চাদের খাবারের থালা থেকে টাকা নিয়ে নিজের সফরের খরচ মেটান মুখ্যমন্ত্রী: শুভেন্দু

নিউজ ডেস্ক: “স্কুলের বাচ্চাদের খাবারের থালা থেকে টাকা নিয়ে নিজের সফরের খরচ মেটান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।” বৃহস্পতিবার সকালে একটি ট্যুইট করে এমনি বিস্ফোরক মন্তব্য করেন, রাজ্যের বিরধী দল নেতা শুভেন্দু অধিকারী। যদিও শুভেন্দুর এই অভিযোগ উড়িয়ে দিয়েছে রাজ্যের শাসক দলের সাংসদ শান্তনু সেন।

শুভেন্দু আরও বলেন, “গত নভেম্বরের মুখ্যমন্ত্রীর হিঙ্গলগঞ্জ সফরের খরচ মেটাতে মিড ডে মিল-এর তহবিল থেকে লক্ষ লক্ষ টাকা নেওয়া হয়েছে। শুধু তাই নয়, তফশিলি জাতি, উপজাতি, পিছিয়ে পড়া সম্প্রদায়ের উন্নয়নের জন্য বরাদ্দ টাকাও মুখ্যমন্ত্রীর সফরে ব্যবহার করা হয়েছে।”

এরপরেই রাজ্য শাসকদলের সাংসদ শান্তনু সেন, শুভেন্দুর নাম না করে বলেন, উনি পারলে সারাদিন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুৎসা করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে অত্যন্ত সাধারণ জীবনযাপন করেন, তা উনি কোনও দিনও করতে পারবেন না।

এর আগেও মিড ডে মিল নিয়ে একাধিক অভিযোগ তুলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কাছে চিঠি লিখেছিলেন শুভেন্দু অধিকারী। ওই চিঠিতে মিড ডে মিলের টাকা নয়ছয়ের অভিযোগ তুলে রাজ্যে কেন্দ্রীয় অডিট টিম পাঠানোর আর্জিও জানিয়েছিলেন তিনি।

রাজ্যে মিড ডে মিল পরিষেবা খতিয়ে দেখতে ২০ জানুয়ারী কেন্দ্রীয় প্রতিনিধি দল আসার সম্ভাবনা রয়েছে।