Suvendu Adhikari

Shuvendu Adhikari: আরজি কর ঘটনা নিয়ে সিবিআই-এর দ্বারস্থ শুভেন্দু, মঙ্গলবার শুনানি

ইউ এন লাইভ নিউজ: আর জি কর হাসপাতালের ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। সরকারি হাসপাতালে নারকীয় ঘটনা। পুলিশ দ্রুত তদন্ত শেষ করতে চাইছে। তথ্য আড়াল করার চেষ্টা হচ্ছে। এমন মারাত্মক অভিযোগ উঠেছে। আর এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন শুভেন্দু অধিকারী। আর জি কর হাসপাতালের ঘটনায় সিবিআই তদন্ত হোক। এই দাবি তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি নিজে এবার এই বিষয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। সোমবার এই বিষয়ে আদালতে আবেদন করা হয়েছে বলে খবর।

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের এজলাসে এই আবেদন করা হয়েছে। মামলা দায়েরের অনুমতি দেওয়া হয়েছে। আগামী কাল মঙ্গলবার শুনানি রয়েছে। আর জি কর হাসপাতালের ঘটনা প্রসঙ্গে আরও দুটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। তার মধ্যে একটি করেছেন আইনজীবী ফিরোজ এডুলজি। তদন্তে কোথায় কোথায় সমস্যা রয়েছে সেটা বলা হবে। আর জি কর হাসপাতালের নারকীয় ঘটনা নিয়ে প্রতিবাদ চলছে। উত্তাল হয়ে রয়েছে হাসপাতাল চত্বর। রাজ্যের অন্যান্য সরকারি হাসপাতাল গুলিতেও জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলছে। দেশ জুড়ে এই আন্দোলন বড় আকার নিতে পারে। সেই সম্ভাবনাও তৈরি হয়েছে।

আর জি কর হাসপাতালের ঘটনায় মূল অভিযুক্তদের আড়াল রাখা হচ্ছে। সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করেছে পুলিশ। তাকেই একমাত্র অভিযুক্ত হিসেবে সামনে আনা হচ্ছে। পুলিশের তদন্তের উপর প্রশ্ন তুলেছে একটা অংশ। সঠিক ভাবে তদন্ত করা হোক। এই ঘটনার সঙ্গে একাধিক বড় নাম জড়িয়ে থাকতে পারে। সেই সম্ভাবনার কথা উড়িয়ে দিচ্ছে না আন্দোলনকারীরা। সেই হিসেবেই রাজ্য সরকারের পুলিশ, এজেন্সি নয়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে দিয়ে তদন্ত করানো হোক এই দাবি উঠেছে বাড়ে বাড়ে।

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার একই ভাবে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। তিনি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাকে আর জি করের ঘটনা নিয়ে চিঠি পর্যন্ত দিয়েছেন। বিষয়টি যে এবার আরও অনেক বড় আকার নিচ্ছে, তা বলার অপেক্ষা রাখে না।