Suvendu Adhikary

Suvendu Adhikari: লোকসভা ভোটে ভরাডুবি বিজেপির, পরাজয়ের দায় ঝেড়ে ফেললেন শুভেন্দু

ইউ এন লাইভ নিউজ: লোকসভা ভোটের ফল প্রকাশের পর থেকে বিভিন্ন মহলে চলছে বিস্তর কাঁটাছেড়া। বিজেপির পরাজিত ফলের দায় কার, তা নিয়ে বিভিন্ন মহলে চলছে চর্চা। কিন্তু সায়েন্স সিটির বৈঠক থেকে এই পরাজয়ের দায় ঝেড়ে ফেললেন শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, “আমি বিরোধী দলনেতা, সংগঠনের দায়িত্বে আমি নেই।” সেই সাথে রাজ্যের শাসকদলের বিরুদ্ধাচারণও করে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। কিভাবে তিনি নির্যাতিত মানুষের পাশে গিয়ে দাঁড়ান তও জানালেন। তবে এবার শুভেন্দুর নিশানায় কি সুকান্ত? চর্চা চলছে সেই নিয়েই। ঠিক কোন ভুলের জন্য বাংলায় এতটা পিছিয়ে পড়লো বিজেপি তা নিয়ে ভিন্ন মতামত রয়েছে দলের নেতাদের মধ্যে।

বুধবার সায়েন্স সিটিতে ফলাফল পর্যালোচনার জন্য বিজেপির তরফে কটি বৈঠকের আয়োজন করা হয়। সেখানে ছিলেন শুভেন্দু অধিকারী সহ সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ-সহ বঙ্গ বিজেপির আরও অন্যান্য অনেক নেতারা। সেই বৈঠকেই পদ্মশিবিরের পরাজয়ের দায় আকার ইঙ্গিতে সংগঠনের দায়িত্বে থাকা নেতা অর্থাৎ সুকান্তর দিকে ঠেলে দেন বিরোধী দলনেতা শুভেন্দু। এদিন বৈঠকে শুভেন্দু অধিকারী বলেন, তিনি বিরোধী দলনেতা তাই সংগঠনের দায়িত্ব তাঁর কাঁধে নেই। কিন্তু তা সত্ত্বেও বিপদে থাকা কর্মীদের পাশে গিয়ে দাঁড়ান তিনি। বলেন, “আমার সংগঠন নিয়ে যা বলার ছিল সেটা দিল্লিতে বলে এসেছি সুনীল বনসলকে। স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি জানিয়ে এসেছি কীভাবে বাংলাকে বাঁচানো যায়।” তিনি যে বারংবার রাজ্যপালের দ্বারস্থ হয়েছেন কর্মীদের জন্য সেকথাও উল্লেখ করেন। এদিনের সভায় সুকান্ত মজুমদার বলেন, “বিজেপি বাংলা থেকে হারিয়ে যায়নি।”

About Anannya Chakraborty

Check Also

ranji trophy

Ranji Trophy: রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র! ইশান পোড়েলের দুরন্ত বোলিং নিল ৬ উইকেট

ইউ এন লাইভ নিউজ: প্রত‍্যাশিত ভাবেই রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র হয়ে গেল। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *