Sukanta Majumdar: ভোট মিটতেই বঙ্গে উত্তরপ্রদেশ ট্রিটমেন্টের হুঁশিয়ারি বিজেপির রাজ্য সভাপতির

 

ইউ এন লাইভ নিউজ: ভোট শেষ হওয়ার পরেও রাজ্যের একাধিক জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির ছবি উঠে এসেছে। বিজেপির অভিযোগের তীর শাসক দলের দিকে। এই অবস্থায় দাঁড়িয়ে ভোটের পরের দিনই কড়া হুঁশিয়ারি দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন সুকান্ত জানিয়েছেন, ”ভোট পরবর্তী হিংসা বসিরহাট, নদীয়ায় ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে, দক্ষিণ কলকাতায় কর্মীদের মাথা ফাটানো, ধমকানো চমকানো খবর পাওয়া যাচ্ছে। কারণ তৃণমূল কংগ্রেস বুঝতে পারছে তাদের সময় শেষের পথে।” এরপরই রাজ্যসভাপতির গলায় হুঁশিয়ারি শোনা যায়। তিনি বলেন, ”আমি কিন্তু স্পষ্ট ভাবে গুন্ডা-মস্তানদের বলে দিতে চাই, বিজেপি ক্ষমতায় আসছে, এবং বিজেপি ক্ষমতায় আসার পর, দলের কোনও নেতাকে ধরে, বিজেপির পতাকা-ঝান্ডা ধরে বিজেপিতে এলেও বাঁচবেন না। উত্তরপ্রদেশ ট্রিটমেন্ট এখানেও হবে, এনকাউন্টারও হবে।” এইভাবে কড়া হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের।

About Sukanya Chatterjee

Check Also

ranji trophy

Ranji Trophy: রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র! ইশান পোড়েলের দুরন্ত বোলিং নিল ৬ উইকেট

ইউ এন লাইভ নিউজ: প্রত‍্যাশিত ভাবেই রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র হয়ে গেল। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *