CAG report Bengal: ‘পার্সোনাল অ্যাকাউন্ট-এ প্রকল্পের টাকা নেওয়া হয়েছে’, সিএজি রিপোর্ট তুলে বিস্ফোরক মন্তব্য সুকান্তর

ইউ এন লাইভ নিউজ ডেস্ক: দীর্ঘদিন ধরেই বাংলাকে কেন্দ্র আর্থিক বঞ্চনা করে আসছে বলে সরব হয়েছে তৃণমূল। আগামী ২ ফেব্রুয়ারি থেকে বকেয়ার দাবিতে ধর্নায় বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এই পরিস্থিতিতে তৃণমূলে অভিযোগের জবাব দিতে ক্যাগ রিপোর্টকে হাতিয়ার করল বিজেপি। দিল্লিতে সাংবাদিক বৈঠক করে ক্যাগ (CAG) রিপোর্ট সামনে নিয়ে এসেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। যেই রিপোর্টে দাবি করা হয়েছে ১.৯৫ লক্ষ কোটি টাকার কোনও ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দেয়নি রাজ্য সরকার।

সুকান্ত মজুমদার উল্লেখ করেছেন, প্রায় ২ লক্ষ কোটি টাকার হিসেব দেয়নি রাজ্য। সেই টাকা কোথায় গেল, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিজেপি নেতৃত্ব। সুকান্তর দাবি, ‘পার্সোনাল অ্যাকাউন্ট’-এ প্রকল্পের টাকা নেওয়া হয়েছে, এমন কথাই উল্লেখ করা হয়েছে ক্যাগ রিপোর্টে। সুকান্ত বলেন, ‘এটা দুর্নীতির নতুন পন্থা। সাধারণের টাকা কোথায় খরচ করা হয়েছে, তা কারও জানা নেই।’

রাজ্য সরকারকে যেকোনও প্রকল্পের কাজ শেষ হলে ইউটিলাইজেশন সার্টিফিকেট (Utilization certificate) দিতে হয়। তাতেই বোঝা যায় কোনও প্রকল্পে বরাদ্দ টাকা সেই প্রকল্পের কাজেই খরচ হয়েছে। সুকান্ত বলেন, রাজ্য সরকারকে যে কোনও প্রকল্পের কাজ শেষ হলে ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে হয়। তাতে বোঝা যায়, যে টাকা বরাদ্দ হয়েছিল, সেই টাকা সংশ্লিষ্ট প্রকল্পের কাজেই খরচ হয়েছে। কিন্তু ক্যাগ রিপোর্টে দেখা গিয়েছে, ১.৯৫ লক্ষ কোটি টাকার কোনও ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দেওয়া হয়নি। বিজেপির অভিযোগ, শিক্ষা থেকে গ্রামোন্নয়ন সব দপ্তরে দুর্নীতি হয়েছে। বিজেপি নেতা গৌরব ভাটিয়াও কঠোর ভাবে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে।