নিউজ ডেস্ক: মমতাই যদি জেলে থাকেন, তবে সরকার চালাবে কে? মঙ্গলবার হুগলির এক সভা থেকে মন্তব্য সুকান্তর। বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি এদিন ভবিষ্যতবাণী করে বলেন, নতুন বছর পড়ার আগেই পড়ে যাবে সরকার। জেলে যেতে পারেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতাও। তারপরেই পাল্টা দিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।
মঙ্গলবার হুগলির এক দলীয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন সুকান্ত-মিঠুন। হুগলির ওই সভা থেকেই ভবিষ্যতবাণী করেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শুধু ভবিষ্যতবাণী করেই থেমে থাকেননি তিনি। ব্যাখ্যাও করেছেন নিজের মন্তব্যের।
এদিন তিনি বলেন, এটা তো স্পষ্ট যে, একটা সময়ের পর হাতে গোনা কয়েক জন তৃণমূল নেতাই জেলের বাইরে থাকবেন। বিশেষ করে রাজ্যের মন্ত্রীরা। বাকিরা থাকবেন জেলের ভিতরে। যদি সব মন্ত্রীরাই জেলে থাকেন। তবে সরকার কী করে চলবে?
আরও পড়ুন: কয়লা পাচার কাণ্ডে সিআইডি তদন্তে ‘না’ হাইকোর্টের, স্বস্তিতে জিতেন্দ্র তিওয়ারি
সুকান্তের এই মন্তব্যের পরেই পাল্টা দিয়েছেন কুণাল। এদিন তিনি বলেন, বিজেপিতে দলের মধ্যেই প্রতিযোগিতা চলছে। কেন না রাজ্য বিজেপির নেতারা অস্তিত্ব সঙ্কটে ভুগছেন। তাই এক এক জন এক এক কথা বলছেন। কেউ বলছেন পরের ভোট জিততে হবে। আবার কেউ বলছেন, এখনই আমাদের সরকার গড়তে হবে। আর গোটাটাই ভাবা হচ্ছে জনগণের উপর নয়, মানুষের ভরসায় নয়। সিবিআই আর ইডির ভরসায়। তারাই এসে এদের সরকার গড়ে দেবে। মানুষের সঙ্গে যোগাযোগ নেই। শুধু নিজেদের মধ্যে প্রতিযোগিতা করে চলেছে। কে কাকে টপকাবে। কিন্তু সিবিআই-ইডিই যদি সব করে দেবে, তবে ওই সব ট্রেনি নেতাগুলোকে রাজ্যে নিয়ে আসা হল কেন!’’
Leave a Reply