নিউজ ডেস্ক: ২০২৪-এর লোকসভা নির্বাচনের টার্গেট বেঁধে দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সম্প্রতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, চব্বিশের লোকসভা নির্বাচনে বাংলা থেকে ২৪টি আসনে জিতবে। আর এখান থেকেই বর্তমান এবং প্রাক্তন রাজ্য সভাপতির মধ্যে অন্তর্দ্বন্দ্ব সামনে চলে এসেছে।
এর আগে অমিত শাহ বাংলায় এসে কার্যর্তাদের সঙ্গে গোপন বৈঠক করেন। সেই বৈঠকে তাঁদের টার্গেট বেঁধে দিয়েছিলেন। তখন কার্যকর্তাদের কড়া বার্তা দিয়ে অমিত শাহ বলেছিলেন, চব্বিশের ভোটে উনিশের থেকেও বেশি ভোটে জিততে হবে। এছাড়াও দিল্লিতে দলের জাতীয় কর্মসমিতির বৈঠকেও একই বার্তা দেওয়া হয়েছে। সেই অনুযায়ী সুকান্ত টার্গেট বেঁধে দিয়েছেন পঁচিশটি আসনের।
২০১৯ লোকসভা ভোটে বিজেপি ১৮ টি আসানে জিতেছিল। এবার ২৪-এর লোকসভা নির্বাচনে সেই আসন ২৫ নিয়ে যাোয়ার লক্ষ্যমাত্রা রয়েছে বলে জানিয়েছেন বঙ্গ বিজেপির রাজ্যসভাপতি দিলাপ ঘোষ।
যদিও সুকান্ত মজুমদারের এই টার্গেটের সঙ্গে একমত হতে পারেননি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, “এখনই লোকসভা নির্বাচনের কোনও লক্ষ্য ঠিক করে দেয়নি দল। ২৫ আসনে জেতার কথা বলা হচ্ছে, তা ৩০ ও হতে পারে।” বর্তমান রাজ্য সভাপতি এবং প্রাক্তন রাজ্য সভাপতির বক্তব্যের মধ্যে কোনও সমন্বয় নেই।
সুকান্ত-দিলীপের এই টার্গেট লড়াইয়ের প্রসঙ্গকে কটাক্ষ করতে ছাড়েনি রাজ্যের শাসকদল তৃণমূল। সাংসদ ডাঃ শান্তনু সেনের বলেন, একুশের বিধানসভা নির্বাচনে ২৫০ আসনে জয়ের কথা শুনিয়েছিলেন অমিত শাহ। কিন্তু মাত্র ৭৭ আসন পেয়েই বিজেপির লড়াই থেমে গিয়েছে। পরবর্তী নির্বাচনগুলিতেও বাংলার মাটিতে আঁচড় বসাতে পারেনি তারা। সুতরাং, এই টার্গেটও যে ডাহা ফেল করবে, তা সময়ই বলবে।
Leave a Reply