গোপীবল্লভপুরে সুকান্তর জনসভা, রাইপুরে শুভেন্দু, নিশানায় মমতার সরকার

নিউজ ডেস্ক: বিশ্ব আদিবাসী দিবসে মঙ্গলবার ঝাড়গ্রামে জনসভা করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। গোপীবল্লভপুরে জনসভার আগে মানিকপাড়া এলাকার ঠাকুরথান গ্রামে বিজেপি কর্মী শত্রুঘ্ন মুদির বাড়িতে মধ্যাহ্নভোজ সারেন তিনি। সকাল থেকে রান্নার তোড়জোড় শুরু করেছেন আদিবাসী পরিবারের গৃহিণী মানসী মুদি। নিজে হাতে রান্না করছেন বিজেপি রাজ্য সভাপতির জন্য। অতিথি ভোজনের আগে বাড়িতেই তৈরি করা হয়েছে শালপাতার থালা-বাটি। মেনুতে রয়েছে ভাত-ডাল-মাছ-ফুলকপির তরকারি।

গোপীবল্লভপুরের দিলীপ ঘোষের বাড়িতে যান রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তিনি দেখা করেন দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মায়ের সঙ্গে।দিলীপ ঘোষের মায়ের হাতে ফল মিষ্টিও তুলে দিয়েছিন তিনি।

অন্যদিকে এদিন রাইপুরে পদযাত্রা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি বলেন, আদিবাসী জনজাতিকে চাকরি দিক আগে। ছুটি চায় না কেউ। জঙ্গলমহল চাকরি চায়। কুড়মি জনজাতি চাকরি যায়।

আরও পড়ুন: সাঁওতালি ধর্মকে মান্যতা দিয়েছে রাজ্য, বিরসা মুন্ডার জন্মদিনে বললেন মমতা

বিরসা মুন্ডার জন্মদিন উপলক্ষ্যে বেলপাহাড়িতে মুখ্যমন্ত্রী বলেন আদিবাসী সম্প্রদায়কে ধর্ম ভিত্তিতে মান্যতা দিয়েছে বাংলা। কেন্দ্র মান্যতা দেয়নি। বিরসা মুন্ডার জন্মদিনে রাজ্য সরকার ছুটি ঘোষণা করেছে।