শক্তি বাড়াচ্ছে সিতরাং, মঙ্গলবারেই মাটি ছুঁতে পারে বরিশালের, পূর্বাভাস আবহাওয়া দফতরের

নিউজ ডেস্ক: ধেয়ে আসছে সিতরাং। এই মুহুর্তে সাগর আইল্যান্ড থেকে দক্ষিণে ৬৭০ কলোমিটার দূরে অবস্থান করছে। আগামী ১২ ঘন্টায় আরও বেশি শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হবে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর সিতরাং উত্তর ও উত্তর-পূর্ব দিকে এগোবে। ২৫ তারিখ, অর্থাৎ মঙ্গলবার ভোরে বাংলাদেশের উপকূল পেরোবে। বরিশালের কাছে তিনকোনা আইল্যান্ড ও সন্দীপের মাঝে ল্যান্ডফল করবে এই ঘূর্ণিঝড়। এর জেরে বরিশাল ও সংলগ্ন এলাকায় ঝড়বৃষ্টি সম্ভাবনা রয়েছে।

দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের উপকূলে সিতরাং-এর প্রভাব পড়বে সবচেয়ে বেশি। মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। উপকূলবর্তী এলাকায় রবিবার থেকেই ৩৫ থেকে ৫৫ কিলোমিটার বেগে হাওয়া চলবে। সোম ও মঙ্গলবার দুই ২৪ পরগনায় হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১০০ কিলোমিটার হতে পারে। দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের সমস্ত ফেরি চলাচল সোম ও মঙ্গলবার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পরিস্থিতির উপর নজর রাখার জন্য খোলা হবে কন্ট্রোল রুমও।

পাশাপাশি, বিভিন্ন উদ্ধারকারী দলের যাতায়াতের জন্য পর্যাপ্ত যানবাহনের বন্দোবস্ত করার কথাও বলা হয়েছে। এছাড়াও ক্রেন, অ্যাম্বুল্যান্সের মতো জরুরি পরিষেবাকে তৈরি রাখতে বলা হয়েছে।

সিতরাং-এর জন্য তিন দিন বন্ধ রাখা হচ্ছে সুন্দরবনের জঙ্গল সাফারি। সজনেখালি, সুধন্যখালি, দোবাঁকি, বনি ক্যাম্প-সহ সমস্ত পর্যটন কেন্দ্রগুলি বন্ধ থাকার কারণেই আপাতত ঢুকতে দেওয়া হবে না পর্যটকদের। ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্র এবং চিড়িয়াখানাও বন্ধ রাখা হচ্ছে।

আরও পড়ুন: শুভেন্দুর সঙ্গে এক ভিডিওতে তৃণমূলের দুই কাউন্সিলর, কোন পথে বীরভূমের রাজনীতি!


রাজ্যের বিপর্যয় মোকাবিলার প্রস্তুতি নিয়ে এবার কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, প্রত্যেক বছর দু-তিনবার ঝড় হচ্ছে। কিন্তু রাজ্যে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হয় না। সেই জন্য ওড়িশা, দিল্লি থেকে বাহিনী আনতে হয়। এদিন দিলীপ ঘোষের পাল্টা দিয়েছে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, যখন বিজেপি শাসিত রাজ্যগুলিতে বন্যা হয় তখন প্রশিক্ষণের কথা মনে থাকে না।