মায়ের মৃত্যুর সংবাদেও কাঁপলোনা গলা, থামাল না ধারাভাষ্য

নিউজ ডেস্ক: দীর্ঘদিন ধরেই ভুগছিলেন বার্ধক্য জনিত রোগে। অবশেষে ৯৫ বছর বয়সে মারা গেলেন করলেন সুনীল গাভাসকরের মা মীনাল গাভাসকর। রবিবার মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ভারত বাংলাদেশ টেস্ট ম্যাচে ধারাভাষ্য দেওয়ার সময় মায়ের মৃত্যু সংবাদ পান প্রাক্তন অধিনায়ক। কিন্তু নিজের কাজে অবিচল থাকেন তিনি। ম্যাচ শেষের পরই বাংলাদেশ ছাড়েন সুনীল।

১৯২৭ সালের ১৫ই অগাস্ট জন্মগ্রহণ করেন সুনীলের মা মীনাল গাভাসকর। তিনি ছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি মাধব মন্ত্রীর ছোট বোন। স্বামী মনোহর গাভাসকর। ভারত বনাম বাংলাদেশ টেস্ট ম্যাচে ধারাভাষ্য দেওয়ার সময় মায়ের মৃত্যু সংবাদ পান সানি। তবে মায়ের মৃত্যুর খবর পেলেও, মাইক হাতে নিজের কাজে অবিচল ছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

সুনীল গাভাসকরের মা আজ অবধি তাঁর ছেলের ক্রিকেটে কেরিয়ারে কোনও ম্যাচ দেখতে এক মুহূর্তের জন্যও মাঠে যাননি। লিটিল মাস্টারের মা মনে করতেন তিনি মাঠে গেলে সুনীল তাড়াতাড়ি আউট হয়ে যাবেন। সোমবার মুম্বইয়ের শিবাজি পার্কে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। সুনীল গাভাস্কারের মায়ের মৃত্যুর পর শোকবার্তা পাঠিয়েছেন অনেকে।