নিউজ ডেস্ক: চলতি বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, সুপার টাইফুন হিন্নামনর। সময়ের সঙ্গে সঙ্গে দ্রুত গতিতে নিজের শক্তি বৃদ্ধি করে ফেলছে এই সুপার টাইফুন। আতঙ্কের প্রহর বেড়ে চলার পাশাপাশি সমুদ্র তীরবর্তী অঞ্চলের আরও কাছে চলে আসছে এই ঝড়। শতাব্দীর অন্যতম শক্তিশালী এই ঝড়ের প্রভাব যে কল্পনারও অতীত, ইতিমধ্যেই পরিষ্কার জানিয়ে দিয়েছে টাইফুন ওয়ার্নিং সেন্টার। কতটা নিরাপদে বিশ্ববাসী ? কতটা নিরাপদ আপনি ?
টাইফুন ওয়ার্নিং সেন্টার এবং জাপানের আবহাওয়া দফতর জানিয়েছে, সুপার টাইফুন হিন্নামনর ধেয়ে আসছে জাপানের দিকে। এখনই তার গতিবে ঘণ্টায় ১৬০ মাইল (২৫৭ কিলোমিটার)। আবহাওয়াবিদেরা বলছেন, এই ঘূর্ণিঝড় তার গতিবেগ আরও বাড়িয়ে ঘণ্টায় ১৯০ মাইল করতে পারে। সূত্রের খবর, কোথাও কোথাও হাওয়ার গতিবেগ পৌঁছে যাচ্ছে ঘণ্টায় ১৯৫ মাইলেও। সমুদ্র উত্তাল। আমেরিকার যুগ্ম টাইফুন সতর্কতা কেন্দ্র থেকে জানানো হয়েছে, পূর্ব চিন সাগরে টাইফুনের ফলে ঢেউয়ের উচ্চতা এখনও পর্যন্ত সর্বাধিক ৫০ ফুট (১৫ মিটার)।
অন্যদিকে, হংকংয়ের পর্যবেক্ষণ কেন্দ্র থেকে জানানো হয়েছে, বুধবার সকাল ১০টা নাগাদ জাপানের ওকিনাওয়া থেকে ২৩০ কিলোমিটার পূর্ব দিকে ছিল টাইফুন। সেখান থেকে পশ্চিম ও দক্ষিণ পশ্চিম দিকে এগিয়েছে হিন্নামনর।
দক্ষিণ পশ্চিম দিকে থেকে উত্তর দিকে এগোবে বলেই অনুমান আবহাওয়াবিদদের। টাইফুন এগিয়ে যাওয়ার বাতাসের গতি কমে আসবে বলে আশা করা হলেও যথেষ্ট শক্তিশালী থাকবে এই সুপার টাইফুন। তাইপেই এবং সাংহাই শহরে এই ঘূর্ণিঝড়ের প্রভাব সবচেয়ে বেশি পড়বে। লণ্ডভণ্ড হয়ে যেতে পারে এই শহর এবং তার আশেপাশের শহরগুলি। চিনের উপকূলে কিছুটা হালকা প্রভাবের পাশাপাশি দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলেও এই টাইফুনের প্রভাব পড়বে।
জাপানের বিভিন্ন স্থানে সতর্কতা জারি করা হয়েছে। AccuWeather বলেছে যে এই সতর্কতার মধ্যে রয়েছে প্রাণঘাতী বন্যা, ধ্বংসাত্মক ঝড়, বিপজ্জনক সামুদ্রিক জলোচ্ছাস যা জাপানের শিল্প-বাণিজ্যিক ক্ষেত্রে প্রচুর ক্ষতি করতে পারে। হিন্নামনর (Hinnamnor) হল ২০২২ সালের ১১ তম ‘ট্রপিক্যাল স্ট্রম’ বা ঘূর্ণিঝড় যা টাইফুনে পরিণত হয়েছে।
আরও পড়ুন: চিন-জাপানের বাড়ল ঝুঁকি ! ধেয়ে আসছে বিধ্বংসী টাইফুন ‘হিন্নামনর
NHK World অনুসারে সুপার টাইফুন শুক্রবার (২ সেপ্টেম্বর) ওকিনাওয়ার সমুদ্র তীরবর্তী অঞ্চলে অবস্থান করবে এবং এরপর ক্রমশ উত্তরের দিকে এগোবে।
আরও পড়ুন: প্রকাশ্যে চাঞ্চল্যকর স্যাটেলাইট ছবি ! ধরা পড়ল ১০০ কিলোমিটার প্রশস্ত হ্রদ
বৃহস্পতিবার সকাল থেকে আগামী ২৪ ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের পরিমান হোক্কাইডোতে ১৫০ মিলিমিটার, তোহোকুতে ১২০ মিলিমিটার, টোকাইতে ১০০ মিলিমিটার এবং কানসাই অঞ্চলে 80 মিলিমিটার পর্যন্ত পৌঁছবে বলে মনে করছেন আবহাওয়াবিদেরা।
Leave a Reply