নিউজ ডেস্ক: বাবা রামদেব কেন অ্যালোপ্যাথি চিকিৎসকদের বিরুদ্ধে উল্টোপাল্টা কথা বলছেন? আইএমএর দায়ের করা মামলার শুনানির সময় যোগগুরু রামদেবকে কড়া ধমক দিলেন দেশের প্রধান বিচারপতি এন ভি রমনা। তার পরেই বিচারপতির প্রশ্ন, তাঁর চিকিৎসা পদ্ধতি সব রোগ সারিয়ে দেবে কী গ্যারান্টি আছে?
যোগগুরু রামদেব মনে করেন, আয়ুর্বেদই একমাত্র চিকিৎসা পদ্ধতি যা সব রোগ সারিয়ে দিতে পারে। এছাড়া আর কোনও চিকিৎসা পদ্ধতির অস্তিত্বই নেই। তাঁর মতে, অ্যালোপ্যাথি মানে মানুষ মারার কল।
দেশে যখন করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ে সেই সময় অ্যালোপ্যাথি ওষুধ নিয়ে বেশ কিছু আপত্তিকর মন্তব্য করেছিলেন যোগগুরু রামদেব। তখন রামদেবের মন্তব্যের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সর্বভারতীয় চিকিৎসক সংগঠন আইএমএ। চিকিৎসক সংগঠনের বক্তব্য, যোগগুরুর এই ধরনের মন্তব্য জনমানসে বিভ্রান্তি তৈরি করবে।
রামদেবের পতঞ্জলির করোনিল সম্পর্কিত মামলার শুনানির সময় দিল্লি হাইকোর্টের পর্যবেক্ষণ ছিল, অ্যালোপ্যাথির বিরুদ্ধে মিথ্যা বিবৃতি দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা উচিত নয়।
রামদেবের বিবৃতি জনসাধারণকে প্রভাবিত করে এমন অভিযোগ তুলে কয়েকটি চিকিৎসক সংগঠন মামলা দায়ের করে। চিকিৎসক সমিতির পক্ষ থেকে আইনজীবীর যুক্তি ছিল, পতঞ্জলির করোনিলকে কোনও লাইসেন্স ছাড়াই কোভিডের নিরামক হিসাবে দাবি করা হয়েছিল।
ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের অভিযোগ, রামদেব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে চিকিৎসক সম্প্রদায়, ভারত সরকার, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ এবং অন্যান্যদের দ্বারা ব্যবহৃত অ্যালোপাথি ওষুধের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করছেন।
তারপরেই এদিন দেশের প্রধান বিচারপতি রামদেবকে ধমক দিয়ে বলেন, বাবা রামদেব কেন অ্যালোপ্যাথি চিকিৎসকদের বিরুদ্ধে উল্টোপাল্টাকথা বলেছেন? তিনি যোগার জন্য জনপ্রিয়। ভাল। তাই বলে তিনি অন্য চিকিৎসাপদ্ধতির সমালোচনা, নিন্দা করতে পারেন না। কী গ্যারান্টি আছে যে, তাঁর চিকিৎসা পদ্ধতি সব রোগ সারিয়ে দেবে?
Leave a Reply