নিউজ ডেস্ক: সম্পত্তি বৃদ্ধি মামলায় সুপ্রিমে স্থগিতাদেশ। স্বস্তিতে তৃণমূলের ১৯ নেতা। আয় বহির্ভুত সম্পত্তি বৃদ্ধি মামলায় শুক্রবার স্থগিতাদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উদয় উমেশ ললিতের ডিভিশন বেঞ্চ।
২০১১ সালে তৃণমূল সরকার রাজ্যের ক্ষমতা দখলের পরে শাসক দলের ১৯ জন নেতা-মন্ত্রীর সম্পত্তির পরিমাণ দ্রুত বৃদ্ধি পায়। আয়ের সঙ্গে সম্পত্তি বৃদ্ধির অসঙ্গতির অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে।
২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত তৃণমূলের ১৯ জন নেতা-মন্ত্রীর স্থাবর-অস্থাবর সম্পত্তি বিপুল পরিমাণে বেড়েছে, এই অভিযোগে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন আইনজীবী শামিম আহমেদ।
তিনি বিচারপতির কাছে আবেদন জানান, পাঁচ বছরে এদের সম্পত্তি কীভাবে এত বাড়ল তা খতিয়ে দেখুক ইডি। এর পরিপ্রেক্ষিতে ইডিকে পার্টি করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ।
সেই মামলাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তৃণমূল বিধায়ক স্বর্ণকমল সাহা এবং অন্যান্যরা। তৃণমূল বিধায়কদের হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করেন আইনজীবী কপিল সিব্বল এবং আইনজীবী সুহান মুখোপাধ্যায়।
শুক্রবার ওই মামলায় স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এর পরেই আইনজীবীদের একাংশ মনে করছে, যত ক্ষণ না সুপ্রিম কোর্টের পরবর্তী নির্দেশ আসছে, কলকাতা হাই কোর্টে ততদিন আর এই মামলার শুনানির সম্ভাবনা প্রায় নেই।
Leave a Reply