ইউ এন লাইভ নিউজ ডেস্ক: ইডিকে সোমবার সুপ্রিম কোর্ট সাফ জানালো অভিষেক বন্দোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দোপাধ্যায়ের বিদেশ যাত্রা আটকানো উচিত হয়নি ইডির। সঙ্গে কেনই বা রুজিরার বিদেশ যাত্রায় বাধা দিল ইডি, সেই প্রশ্নও সুপ্রিম কোর্ট জানতে চেয়েছে ইডির কাছে।
বিনা কারণে রুজিরাকে বিদেশ যেতে বাধা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এই নিয়ে দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিল অভিষেক জায়া রুজিরা বন্দোপাধ্যায়। আগামী শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি। এই প্রসঙ্গে সুপ্রিম কোর্ট সাফ জানিয়েছে, “তদন্তের প্রয়োজনে বারবার সমন করুন। শীর্ষ আদালতের আগের নির্দেশ অনুযায়ী তদন্ত করতে বাধা নেই।”
একাধিকবার বিনা কারণে বিদেশ যেতে বাধা দেওয়ার বিষয়টি সুপ্রিম কোর্টের নজরে আনেন রুজিরার আইনজীবী কপিল সিব্বল। উল্লেখ্য গত ৫ জুন রুজিরাকে বিমানবন্দরে আটকেছিল ইডি। এ বিষয় রুজিরার বক্তব্য ছিল, এর আগে কখনও তাকে বিদেশ যেতে বাধা দেওয়া হয়নি। তবে এবারে বিনা কারণেই তাকে বাধা দেওয়া হচ্ছে বিদেশ যেতে।
Leave a Reply