নিউজ ডেস্ক: বিজেপির ৪৪ তম প্রতিষ্ঠা দিবসে সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাংলার পঞ্চায়েত ভোট আটকাতে কলকাতা হাইকোর্টে ধাক্কা খেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। শীর্ষ আদালতেও বৃহস্পতিবার ধাক্কা খেলেন শুভেন্দু। এদিন সুপ্রিম কোর্ট কোলকাতা হাইকোর্টের রায় বহাল রেখেই মামলা খারিজ করে দিয়েছে। এর ফলে রাজ্য পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা করতে আর কোনও বাধা থাকল না নির্বাচন কমিশনের।
পঞ্চায়েত নির্বাচনে ওবিসিদের জন্য রাজ্যের ঠিক করে দেওয়া সংরক্ষণ নিয়ে মূলত ক্ষোভ রয়েছে শুভেন্দুর। তাঁর দাবি, রাজ্যে এসসি, এসটি সম্প্রদায়ের জন্য বাড়ি বাড়়ি গিয়ে সমীক্ষা করে আসন সংরক্ষণ করা হয়েছে। কিন্তু ওবিসিদের জন্য তা হয়নি। তাই এই তালিকা সঠিক নয়। বৈধ তালিকা তৈরি না হওয়া পর্যন্ত যাতে পঞ্চায়েত ভোট না হয় সেই জন্যই নির্বাচন কমিশনে গিয়েছিলেন শুভেন্দু।
নির্বাচন কমিশন জানিয়েছিল, বাড়ি বাড়ি সমীক্ষা করেই ওবিসিদের জন্য আসন সংরক্ষন করা হয়েছে। শুভেন্দু এই নিয়ে প্রথমে মামলা দায়ের করেছিলেন কলকাতা হাইকোর্টে। সেই মামলা দায়ের হয় গত বছর ডিসেম্বর মাসে। ২-৩ দফা শুনানির সময় হাইকোর্ট বার বার পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণার ওপর নিষেধাজ্ঞাও চাপিয়েছিল। কিন্তু চূড়ান্ত শুনানির পরে তাঁরা জানিয়ে দেন, পঞ্চায়েত নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য নির্বাচন কমিশনই। এই ক্ষেত্রে আদালত হস্তক্ষেপ করতে চায় না।
Leave a Reply