তথ্যের অধিকার আইনে কলেজিয়ামের বিবরণ পেশের আবেদন খারিজ সুপ্রিম কোর্টের

নিউজ ডেস্ক : কলেজিয়াম পদ্ধতি নিয়ে কেন্দ্রীয় সরকার ও সুপ্রিম কোর্টের দ্বন্দ্ব অব্যাহত। এরই মধ্যে সুপ্রিম কোর্টের কলেজিয়ামের বৈঠকের তথ্য, আরটিআই -এর মাধ্যমে জানার আবেদন জানানো হয়। শুক্রবার সেই আবেদন খারিজ করেছে শীর্ষ আদালত। বিচারপতি স্পষ্ট জানিয়েছেন, বৈঠকের কোনো তথ্য জনসমক্ষে আনা সম্ভব নয়।

শুক্রবার বিচারপতি নিয়োগ সংক্রান্ত কলেজিয়ামের বৈঠকের বিবরণ চেয়ে তথ্যের অধিকার আইনে করা আবেদনের শুনানি শুরু হয় সুপ্রিম কোর্টে। বিচারপতি এম আর শাহ এবং সি টি রবিকুমারের বেঞ্চ এই আবেদন খারিজ করে জানান, একাধিক সদস্যের মতামতের ভিত্তিতে গৃহীত সম্ভাব্য সিদ্ধান্ত জনসমক্ষে আনা যায় না। যে সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি, তা নিয়ে বৈঠকে হওয়া আলোচনা প্রকাশ করা যায় না।

২০১৮ সালের ১২ ডিসেম্বর, দেশের তৎকালীন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ নিয়ে কলেজিয়ামের বৈঠক হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন বিচারপতি মদন লকুর, এ কে সিকরি, এস এ বোবদে এবং এন ভি রমনা। সেই বৈঠকের তথ্য জানতে চেয়ে আরটিআই-এর‌ অধীনে পিটিশন দায়ের করেন অঞ্জলি ভরদ্বাজ। সেই আবেদন এদিন খারিজ হয়েছে শীর্ষ আদালতে।

আরও পড়ুন : বিশ বাঁও জলে ঘাটাল মাস্টারপ্ল্যান, টাকা বরাদ্দে অনীহা কেন্দ্রের