Supreme Court

NEET-UG 2024: এনইইটি-ইউজি পরীক্ষা নিয়ে বড় পর্যবেক্ষণ, সূক্ষ্ম গাফিলতি থাকলেও কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানাল সুপ্রিম কোর্ট

ইউ এন লাইভ নিউজ: ২০২৪ সালের এনইইটি – ইউজি পরীক্ষা নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। কেন্দ্র সরকার এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে নোটিশ দেশের শীর্ষ আদালতের। সুপ্রিম কোর্ট জানিয়েছে, যে মামলাগুলি হয়েছে সেগুলিকে প্রতিপক্ষের ভেবে হালকা ছলে নেওয়া উচিত নয়। যদি কোনও ভুল হয়ে থাকে তবে অবিলম্বে যেন তা শুধরে নেওয়া হয়।

এনইইটি – ইউজি ২০২৪ নিয়ে অনিয়মের বিস্তর অভিযোগ উঠেছিল। মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। মঙ্গলবার শুনানিতে দেশের শীর্ষ আদালত জানিয়েছে, যদিও এই পরীক্ষায় ০.০০১ শতাংশও গাফিলতি হয়ে থাকে তবে অবিলম্বে কঠোর পদক্ষেপ নিতে হবে। এই মর্মে কেন্দ্র এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সির জবাবদিহি তলব করেছে সুপ্রিম কোর্ট। আদৌ এনইইটি – ইউজি ২০২৪ সালের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে কি না, তা নিয়ে আদালতে জবাব দিতে হবে দু’পক্ষকে। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, নিট পরীক্ষার ক্ষেত্রে সামান্য গাফিলতিও পুঙ্খানুপুঙ্খভাবে মোকাবিলা করা দরকার।

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে নিট বাতিলের দাবি উঠেছিল। তবে প্রাথমিক ভাবে সেই সব অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। যদিও রবিবার কিছুটা সুর বদল হয় তাঁর। কেন্দ্রীয় মন্ত্রী কার্যত মেনে নেন, ‘কোথাও কোথাও অনিয়ম হয়েছে।’ পাশাপাশি তিনি জানান, যদি ন্যাশনাল টেস্টিং এজেন্সিক কোনও আধিকারিক এই দুর্নীতির সঙ্গে যুক্ত থাকেন বলে প্রমাণিত হয়, তাহলে সেই ব্যক্তির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। ধর্মেন্দ্র প্রধান বলেন, ‘দু’টি জায়গায় অনিময় হয়েছে বলে জানা গিয়েছে। আমি পরীক্ষার্থী এবং সব অভিভাবকদের আশ্বাস দিতে চাই, সরকার বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে।’


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *