স্পোর্টস ডেস্ক: টি টোয়েন্টি বিশ্বকাপের সময় ছিল তাঁর প্রখর তেজ। সেই তেজই নিউজিল্যান্ড সিরিজেও টেনে নিয়ে যাচ্ছেন সূর্যকুমার যাদব। মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে তাঁর ব্যাট হাতে দাপটের সঙ্গে এসেছে ২১৭.৬৪ স্ট্রাইকরেটে এক অপরাজিত সেঞ্চুরি। ঘটনার ঘনঘটা ছিল ম্যাচটিতে। হ্যাটট্রিকও করে দেখিয়েছেন নিউজিল্যান্ড পেসার টিম সাউদি।ম্যাচের সেরা হয়ে দলকে ৬৬ রানে জয় এনে দিলেন স্কাই ( SKY)।
টস হেরে শুরুতে ব্যাটিং করতে নামা ভারত একটু সাবধানী ছিল । ৬ষ্ঠ ওভারের মাথায় ৩৬ রানের ওপেনিং জুটি ভাঙে ফার্গুসনের বলে। ঋষভ পন্থ (৬) আউট। অপর ওপেনার ইশান কিশান ৩১ বলে ৩৬ রান করেন। তিনে নেমে রানের ঝড় বইয়ে দেন সূর্যকুমার যাদব ওরফে স্কাই। ৩২ বলে ৫০ রানের গন্ডি টপকে যাওয়া। আর এরপর তাঁর তেজ যেন আরও বেড়ে যায়। ভয়ংকর চেহারা ধারণ করেন ব্যাট হাতে। সেঞ্চুরি করেন মাত্র ৪৯ বলে। অর্থাৎ পরের ৫০ রান তিনি তুলে নেন মাত্র ১৭ বলে! এটা তাঁর ৪১ নম্বর ম্যাচের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের দুই নম্বর সেঞ্চুরি। গত জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে নটিংহ্যামে করেছিলেন জীবনের প্রথমটি। তাঁর প্রখর ব্যাটিং তেজে ভারতের রান এগিয়ে যাচ্ছিল ঝড়ের গতিতে।
ইনিংসের শেষ ওভারে হ্যাটট্রিক করে দেখান টিম সাউদি। কিউই পেসারের করা ২০তম ওভারের তৃতীয় বলে জেমস নিশামের হাতে ক্যাচ দিয়ে ফেরেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া (১৩ রান)। ঠিক পরের বলে দীপক হুডার (০) ক্যাচ নেন ফার্গুসন। আর পঞ্চম বলে ওয়াশিংটন সুন্দরকে (০) সেই নিশামের তালুবন্দি করিয়ে হ্যাটট্রিক করেন সাউদি। ৬ উইকেটে ১৯১ রান সংগ্রহ করে ভারত। সূর্যকে আউট করাই যায়নি। তিনি অপরাজিত থাকেন ৫১ বলে ১১১* রানে। তার এই বিস্ফোরক ইনিংসে ছিল ১১টি চার এবং আর ৭টি ছক্কা।
তিন ম্যাচের সিরিজে দ্বিতীয়টিতে ৬৬ রানে জিতে ১-০ তে এগিয়ে গেল হার্দিক পান্ডিয়ার দল। ভারত ও নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি চলতি সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল।
ভারতের সাজিয়ে দেওয়া ১৯২ রানের লক্ষ্য সামনে রেখে ব্যাটিং করতে নেমে ১২৬ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড। শুরু থেকে অস্বস্তিতে ছিল তারা। প্রথম ওভারেই কিউই ওপেনার ফিন অ্যালেনকে ফিরিয়ে দেন ভুবনেশ্বর কুমার। নিয়মিত উইকেট যেতে থাকে নিউজিল্যান্ড দলের। বিশ্বকাপে একটাও ম্যাচে সুযোগ না পাওয়া যুজবেন্দ্র চাহালও এই ম্যাচে দুটি উইকেট পেয়েছেন। এক ওভার বাকি থাকতেই অলআউট হয়ে যায় কিউইরা। দলের হয়ে সবচেয়ে বেশি ৬১ রান করেন অধিনায়ক কেন উইলিয়ামসন।
Leave a Reply