ইউ এন লাইভ নিউজ: বিধানসভায় বিজেপির পরিষদীয় দল নারী নির্যাতন নিয়ে আলোচনার দাবি তুলেছিলেন। কিন্তু সেই দাবি মঞ্জুর না হলে বিজেপি বিধায়করা শুভেন্দুর নেতৃত্বে ওয়াকআউট করেন। ঠিক সেই মুহূর্তেই বিধানসভার ভিতরে শুভেন্দুর সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় পূর্বস্থলীর তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের। বিরোধী দলনেতার দাবি, সেই বাগ্বিতণ্ডা পর্বের সময়েই বিধানসভার ভিতরে ও বাইরে তাঁকে শারীরিক ভাবে হেনস্থা করা হয়েছে।
বিরোধী দলনেতা বলেন, “আমি বিধানসভায় আক্রান্ত হয়েছি। কোনও বিজেপি বিধায়ক আক্রান্ত হলে, তার দায় স্পিকারের।” বুধবারের ঘটনাকে কেন্দ্র করে বিধানসভার স্পিকারকে চিঠি পাঠিয়ে তিনি অভিযোগ জানিয়েছেন, পূর্বস্থলীর বিধায়ক তাঁকে শারীরিক নিগ্রহ করেছেন। শুধু তাই নয় কিছু কুকথাও ব্যবহার করেছেন বলে অভিযোগ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। বিধানসভা সূত্রের খবর, পূর্বস্থলীতে বিধায়কের এলাকায় গিয়ে তাঁকে আক্রমণ করেছিলেন বিরোধী দলনেতা এমনকি, তাঁর মেয়ের মাধ্যমিকের নম্বরের প্রসঙ্গ টেনে তিনি সরকারি চাকরি কিসের ভিত্তিতে পেলেন, তা নিয়েও সংশয় প্রকাশ করেছিলেন শুভেন্দু। সেই নিয়েই বুধবার বিধানসভায় শুভেন্দুকে প্রশ্ন করেন তপন। তাতেই শুরু হয় বাগ্বিতণ্ডা। তবে শুভেন্দুকে শারীরিক হেনস্থার যে অভিযোগ উঠছে, তাও উড়িয়ে দিয়েছেন তৃণমূল বিধায়ক। তপন বলেন, “আরও তো অনেক লোক ছিল। আমি তাঁকে মেরেছি, এমন কোনও ছবি আছে কি? আমি বলেছি, তিনি মিথ্যা কথা বলেছেন। তিনি মিথ্যাবাদী।”
Leave a Reply