তৃণমূলকে বিঁধতে কমিশনকে নিশানা শুভেন্দুর

নিউজ ডেস্ক: ‘‘আগামী পঞ্চায়েত ভোটে তৃণমূলকে জিতিয়ে দেওয়ার লাইসেন্স করে দিচ্ছে রাজ্য নির্বাচন কমিশন।’’ মঙ্গলবার রাজ্য নির্বাচন কমিশনের সামনে দাঁড়িয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি রাজ্য নির্বাচন কমিশনকে রাজ্যের তাঁবেদার বলেও কটাক্ষ করেন।

এদিন রাজ্য নির্বাচন কমিশনের সামনে দাঁড়িয়ে শুভেন্দু বলেন, ‘‘সকাল ১১টা ১৫ মিনিটে আমি অবজেকশন জানাতে এসেছিলাম। দেখলাম কমিশনারও নেই, সচিবও নেই। গ্রুপ ডি-র কর্মীর কাছে অভিযোগ জমা দিয়েছি। কোনও অফিসার ছিলেন না। এই হচ্ছে রাজ্য নির্বাচন কমিশনের অবস্থা!’’

এদিন বিজেপি নেতা শুভেন্দু অভিযোগ করেন, ‘‘তৃণমূলের ব্লকের নেতা, যারা একশো দিনের কাজের টাকা চুরি করেছেন, তাঁদের সঙ্গে মিলে বিডিওরা ‘ড্রাফট পাবলিকেশন’ করেছেন। একে চূড়ান্ত করলে আমি আদালতের দ্বারস্থ হব।’’

আরও পড়ুন: ডেঙ্গি নিয়ে কি রাজনীতি হচ্ছে! কী বললেন সুজন-শমীক

ঘটনার সূত্রপাত রাজ্য নির্বাচন কমিশনের প্রকাশ করা একটি রিজার্ভেশন রোস্টারকে কেন্দ্র করে। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজ্য নির্বাচন কমিশন সম্প্রতি একটি রোস্টার প্রকাশ করে। সেই খসড়া রোস্টারে কোন আসন মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে, কোন আসন উপজাতিদের জন্য সংরক্ষিত থাকবে তা উল্লেখ করা হয়েছে। শুভেন্দুর দাবি এই রোস্টার প্রকাশ নিয়োম বহির্ভুত। শুভেন্দুর আরও অভিযোগ, ‘‘এই খসড়ার নিয়ে কোনও আপত্তি থাকলে তা নিয়ে আবেদন করার শেষ তারিখ দেওয়া হয়েছে ২ নভেম্বর। কিন্তু এমন সময়ে এই খসড়া বার করা হয়েছে, যখন মাসের অধিকাংশই দিনই সরকারি ছুটি।’’