অভিষেককে নজিরবিহীন আক্রমণ শুভেন্দুর, উলুবেড়িয়ার জনসভায় বললেন, ‘ভাইপো তৃণমূলের নতুন লক্ষ্মণ শেঠ’

নিউজ ডেস্ক- আগামী ১৩ সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযান কর্মসূচি রয়েছে। তার প্রস্তুতি ও সভা চলছে দফায় দফায়। রবিবার উলুবেড়িয়ার একটি সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বেনজির আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারি। তিনি বলেছেন, “তৃণমূলে নতুন লক্ষ্মণ শেঠ হয়েছে।”

শুক্রবার ইডি দফতরে হাজিরা দেওয়ার পর, দেশের স্বারাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে তোপ দেগেছিলেন অভিষেক। বলেছিলেন, তিনি একজন বড় পাপ্পু। শুধু তাই নয়, পরের দিন তৃণমূলের তরফে টি শার্টও প্রকাশ করা হয়, অমিত শাহের কার্টুন ছবি ব্যবহার ও পাপ্পু শব্দ লিখে। পাশাপাশি, তোপ দাগা হয়েছিল শুভেন্দুর বিরুদ্ধেও।

অভিষেকের অভিযোগ ছিল, শুভেন্দু বিনয় মিশ্রের মামলা গোপনে সেটেল করে দেবেন এমন অডিও ক্লিপ তার কাছে আছে। শুভেন্দু মামলা করলে, তা কোর্টে তিনি প্রকাশ করবেন।

রবিবার তারই পাল্টা দিলেন শুভেন্দু অধিকারি, উলুবেড়িয়ার একটি দলীয় সভা থেকে বলেন, “ইডি তিনবার রগড়েছে, তাই পেটের ব্যাথায় মাগো, বাবাগো বলে চেঁচাচ্ছে।” শুভেন্দুর দাবি, দুর্নীতির আসল মাথা মমতা বন্দ্যোপাধ্যায়, তাঁকে নবান্ন থেকে টেনে নামাতে হবে।

উলুবেড়িয়ার পর এদিন উত্তরপাড়াতেও একটি জনসভা করেন শুভেন্দু অধিকারি।