নিউজ ডেস্ক: বিধায়ক ভাঙিয়ে নয়, ভোটে জিতে ক্ষমতায় আসবে বিজেপি।বুধবার কাঁথির সভা থেকে এমনই বলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তাঁকে বলতে শোনা যায়, বিজেপি ক্ষমতায় এলে উত্তরপ্রদেশের মতো বাংলাতেও বুলডোজার চলবে।
এর আগে রাজ্যের বিরোধী দল নেতা একশো দিনের কাজে রাজ্যের বকেয়া টাকা দিতে নিষেধ করেছিলেন। কিন্তু পঞ্চায়েত ভোটের মুখে ভোল বদল করছেন শুভেন্দু। একশো দিনের কাজের বকেয়া টাকা দ্রুত মিটিয়ে দেওয়ার জন্য কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং-এর কাছে আর্জি জানান বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
এদিন কাঁথির সভা থেকে শুভেন্দু ঘুষ মুক্ত, মেধা যুক্ত কর্মসংস্থানের কথা বলেন। তিনি বলেন, পশ্চিমবঙ্গে যেভাবে চাকরি বিক্রি হয়েছে যেভাবে পশ্চিমবঙ্গে ক্লাস ফাইভ পাশ করা লোকদের চাকরি দিয়েছে যেভাবে পার্থ-অপার বাড়িতে টাকার পাহাড় পাওয়া গেছে আমরা চাই ঘুষ মুক্ত মেধা যুক্ত বেকার ছেলে-মেয়েদের কর্ম সংস্থান।
আরও পড়ুন: রাহুলের ভারত জোড়ো যাত্রায় কঠোরভাবে কোভিড বিধি লাগু করতে চায় কেন্দ্র
এদিনের সভা থেকে শুভেন্দু বলেন, আমরা চাই কাটমানি মুক্ত নাগরিক পরিষেবা। আবাস যোজনা নিয়ে রাজ্যবাসীকে বিচলিত হতে নিষেধ করেন বিরোধী দলনেতা। বুধবারের সভা থেকে শুভেন্দু বলেন, আবাস যোজনায় ১৭ টা দফা আছে। সেই দফা অনুযায়ী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দিতে হবে রাজ্য সরকারকে। বেআইনিভাবে কাউকে টাকা পাইয়ে দেওয়া হলে সেটা ফেরানোর দায়িত্ব আমাদের।
Leave a Reply