নিউজ ডেস্ক: ২০২৪-এ লোকসভা নির্বাচন। তবে তার আগে চলতি বছরেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন রয়েছে। রাজ্যে কবে পঞ্চায়েত নির্বাচন হবে, এখনও তার দিন ঘোষণা করেনি রাজ্য নির্বাচন কমিশন। তার মধ্যেই জল্পনা শুরু হয়েছে লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী নিয়ে। ঘনিষ্ঠ সূত্রে খবর, লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে এখন থেকেই ব্লুপ্রিন্ট তৈরি করছে বঙ্গ বিজেপি।
সূত্রের খবর ২৪-এর লোকসভা নির্বাচনে কাঁথি লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন শুভেন্দু অধিকারী। কাঁথি লোকসভা কেন্দ্রে শুভেন্দু জিততে পারলে রেল বা গ্রামোন্নয়ন দফতরের মন্ত্রীও করা হতে পারে তাঁকে। তবে জিততে পারলে তবেই তিনি নন্দীগ্রাম ছাড়বেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এতে সম্মতি দিয়েছে বলেই সূত্রের খবর।
শুধু শুভেন্দু অধিকারিই নয়, লকেট চট্টোপাধ্যায়কে হুগলী থেকে সরিয়ে বীরভূমে শতাব্দীর বিপক্ষে প্রার্থী করা হতে পারে। যদিও শুভেন্দু লকেট চট্টোপাধ্যায়কে তমলুক আসনে চাইছেন। ভারতী ঘোষকে ঘাটাল কেন্দ্র থেকে প্রার্থী করা হতে পারে। অভিনেতা মিঠুন চক্রবর্তীকে উত্তর কলকাতায় প্রার্থী করতে চাইছে গেরুয়া শিবির। যদিও মিঠুনের পছন্দ উত্তর ২৪ পরগনা বা জেলর কোনও আসন। অন্যদিকে উত্তরবঙ্গে সুকান্ত মজুমদারের আসনটি নিরাপদ নয় বলেই মনে করছে পদ্ম শিবির। বিজেপি সূত্রে খবর, অন্য রাজ্যে জেতা বহু আসন এবার হাতছাড়া হতে পারে বিজেপির।
Leave a Reply