Suvendu Adhikari: ডিজি-র বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ খারিজ করল হাইকোর্ট

নিউজ ডেস্ক: হাইকোর্টে বড় ধাক্কা খেলেন রাজ্যের বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারী রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন। আদালত অবমাননার সেই মামলা এবার খারিজ করল হাইকোর্ট। সোমবার বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের একক বেঞ্চ শুভেন্দুর মামলাটি খারিজ করে দেয়।

কেন এই মামলা করেন শুভেন্দু ?

চলতি বছরের ৭ জানুয়ারি ঝাড়গ্রামের লালগড়ের নেতাই গ্রামে শহিদ স্মরণ সভার আয়োজন করেছিল বঙ্গ-বিজেপি। সেখানেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল। নেতাইয়ে যাওয়ার অনুমতি চেয়ে আগেই হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু। সে সময় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্যনাথ মুখোপাধ্যায় তাঁকে আশ্বস্ত করেছিলেন যে তিনি নির্দ্বিধায় রাজ্যের যে কোনও প্রান্তে যেতে পারেন। তাঁকে কোনও ধরণের বাধা দেওয়া হবে না। এমনকি পুলিশি নিরাপত্তায় তিনি যেতে পারেন। কিন্তু ৭ জানুয়ারি নেতাইয়ে যাওয়ার সময়ে শুভেন্দু বাধাপ্রাপ্ত হন বলে অভিযোগ। কেন তাঁকে পুলিশ বাধা দিল, সে প্রশ্ন তুলে হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। আদালত অবমাননার অভিযোগ তোলেন তিনি।

সোমবার হাইকোর্ট বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য স্পষ্ট করে দেন, `এই ঘটনার এখন যা পারিপার্শ্বিক পরিস্থিতি রয়েছে এবং ঘটনা ঘটার সময়ের নিরিখে রাজ্য পুলিশের ডিজি কোনও ভাবেই আদালত অবমাননা করছেন না।’

আরও পড়ুন: টুইটার-বাইজুসের পর ফেসবুক মেটা! কর্মী ছাঁটায়ের উৎসবে নয়া এন্ট্রি মার্ক জুকারবার্গের

এর আগে এই ঘটনার জন্য রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যকে তলব করেছিল হাইকোর্ট। ডিজিকে আদালতে দাঁড়িয়ে এই ঘটনার জন্য জবাবদিহি করতেও হয়। এই ঘটনা নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু প্রায়ই বলেন যে,`রাজ্যের ডিজিকে কোর্টে নিয়ে এসে মাথা নিচু করিয়েছি।’ তবে, এবার ডিজির পাশেই দাঁড়াল হাইকোর্ট। শুভেন্দুকে ধাক্কা মেরে মামলাই খারিজ করে দিল হাইকোর্ট।